সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুন ফরাক্কায়

প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে উচ্চ স্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে কুপিয়ে খুন করল পাড়ার জনা কয়েক যুবক। ফরাক্কার বিন্দুগ্রামের সদগোপ পাড়ায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ১৬:০৮
Share:

নিহত মিঠুন মণ্ডলের বাবা ও মা। নিজস্ব চিত্র।

প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে উচ্চ স্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে কুপিয়ে খুন করল পাড়ার জনা কয়েক যুবক। ফরাক্কার বিন্দুগ্রামের সদগোপ পাড়ায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। মৃত যুবকের নাম মিঠুন মন্ডল(৩১)। পুলিশ এই ঘটনায় নিহতের প্রতিবেশী শশাঙ্ক মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে। জেলার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “বিয়েতে উচ্চ স্বরে মাইক বাজানোর জন্য ঘুমের ব্যাঘাত ঘটছিল প্রতিবেশীদের। তখন মিঠুন বাইরে বেরিয়ে এসে তার প্রতিবাদ করে। তখন মাইকের তালে নাচতে থাকা যুবকেরা তাঁর কথামতো মাইক বন্ধ করতে রাজি তো হয়ইনি, উল্টে মিঠুনকে ঘিরে ধরেন তাঁরা। পাশেই বাড়ি থেকে হাসুয়া এনে ৭ জন মিলে মিঠুনকে কোপাতে শুরু করে। বাধা দিতে গেলে নিহত মিঠুনের বাবা সুধীর মণ্ডল, মা মালতি মণ্ডল ও ভাই বিফল মন্ডলের উপরও চড়াও হয়ে এলোপাথারি কোপায় ওই যুবকেরা। পরে জীবন মণ্ডল, তাঁর স্ত্রীকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং বিফলকে বহরমপুরে জেলা মেডিক্যাল ভর্তি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন...

পুলিশের খাঁচায় ফিরে এসে কেয়া বলল, কই এক গেলাস জল দেখি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement