জঙ্গলমহলের পরিস্থিতি নিয়ে বৈঠকে আইজি

জঙ্গলমহলে নিরাপত্তা বাহিনীর উপরে বড়সড় হামলা চালানোর ছক করেছে মাওবাদীরা বলে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আভ্যন্তরীন বিভাগ ইতিমধ্যে নবান্নে একটি বিশেষ বার্তা পাঠিয়ে এই মর্মে সতর্কতা জারি করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার মেদিনীপুরে এক বৈঠক করেন আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত। এ দিন নবান্নের সঙ্গে ‘ভিডিও কনফারেন্স’ও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০১:৩০
Share:

মেদিনীপুরে পুলিশের আইজি, ডিআইজি।

জঙ্গলমহলে নিরাপত্তা বাহিনীর উপরে বড়সড় হামলা চালানোর ছক করেছে মাওবাদীরা বলে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আভ্যন্তরীন বিভাগ ইতিমধ্যে নবান্নে একটি বিশেষ বার্তা পাঠিয়ে এই মর্মে সতর্কতা জারি করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার মেদিনীপুরে এক বৈঠক করেন আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত। এ দিন নবান্নের সঙ্গে ‘ভিডিও কনফারেন্স’ও হয়। কনফারেন্সে ছিলেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, ডিজি জিএমপি রেড্ডি প্রমুখ। মেদিনীপুর থেকে এই কনফারেন্সে যোগ দেন আইজি (পশ্চিমাঞ্চল)-সহ পদস্থ পুলিশ কর্তারা। তবে ‘ভিডিও কনফারেন্স’-এ ছিলেন না পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। জঙ্গলমহলে কি মাওবাদীদের সক্রিয়তা ফের বেড়েছে? বৈঠক শেষে আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্তের জবাব, “কিছু তথ্য আসছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই সাংবাদিকদের জানান, ‘১৫ অগস্টের আগে কিছু উগ্রপন্থী সংগঠন অশান্তি সৃষ্টির জন্য বিভিন্ন লোকের সাহায্যে মাল- মেটিরিয়াল সংগ্রহ করছে। একটি রাজনৈতিক দলের কথা আইবি-র রিপোর্টে রয়েছে। রাজ্য সরকার সতর্ক রয়েছে।’ জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বামপন্থী জঙ্গি কার্যকলাপ রোধ শাখাই নির্দিষ্ট সূত্র মারফত মাওবাদীদের হামলা চালানোর ব্যাপারে কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। তার ভিত্তিতেই নবান্নে ওই সতর্কবার্তা পাঠানো। মাওবাদী তত্‌পরতার ইঙ্গিত পেয়ে গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে এসে বৈঠক করেছেন আইজি (পশ্চিমাঞ্চল)। যৌথ বাহিনীর সঙ্গে কথা বলে তাদের সক্রিয় হওয়ারও নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে মেদিনীপুর কালেক্টরেটে ওই ‘ভিডিও কনফারেন্স’ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement