সম্প্রতি হাওড়ার বাগনানে তিন দিন ধরে হয়ে গেল জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। দেশের ২২টি রাজ্য থেকে ২২০ জন প্রতিযোগী যোগ দেন। দেহের ওজন অনুযায়ী ৮টি বিভাগে প্রতিযোগিতা হয়। রাজ্যগত ভাবে প্রথম হয় পশ্চিমবঙ্গ। রানার্স মণিপুর। সেরার সেরা নির্বাচিত হন কর্নাটকের শ্রী মাঞ্জু। প্রতিযোগিতাটি পরিচালনা করে সর্বভারতীয় দেহসৌষ্ঠব সংস্থা।