World's Best

কোন দেশের ব্যাঙ্ক নোট বিশ্বের সেরা হল?

প্রতিযোগিতায় সেরা হওয়া এই নোটটি আকারে চওড়া নয়, লম্বা।

Advertisement

সংবাদ সংস্থা

ওটায়া শেষ আপডেট: ০১ মে ২০১৯ ১৬:৩৮
Share:

প্রতিযোগীতায় অংশ নেওয়া বিভিন্ন দেশের নোটের কোলাজ। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

বিভিন্ন দেশের নোট নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক নোট সোসাইটি বা আইবিএনএস। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ২০১৮ সালের সব থেকে সুন্দর ব্যাঙ্কনোটকে সেরার স্বীকৃতি দেওয়া। আর সুইজারল্যান্ড, নরওয়ে, রাশিয়ার মতো বিভিন্ন দেশের নোটকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিল কানাডার একটি নোট।

Advertisement

কানাডিয়ান ১০ ডলারের সেই নোটটি পেয়েছে ২০১৮ সালের সেরা নোটের শিরোপা। প্রতিযোগিতায় সেরা হওয়া এই নোটটি আকারে চওড়া নয়, লম্বা। এটিই কানাডার প্রথম আকারে লম্বা নোট। এই নোটে রয়েছে ডেসমন্ডের ছবি। পিছনে রয়েছে কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইসটের ছবি।

ডেসমন্ড হলেন কানাডার প্রথম মহিলা যিনি সে দেশের ব্যাঙ্কনোটেনিজের জায়গা করে নিয়েছেন। কানাডার মানবাধিকার আন্দোলনের প্রতীক এই মহিলার অবদানের প্রতি সম্মান জানাতেই ওই নোটে স্থান দেওয়া হয়েছে ডেসমন্ডকে। বিশ্বসেরা হওয়া কানাডার সেই নোট-

Advertisement

নোটের প্রতিযোগীতায় দ্বিতীয় হয়েছে সুইজারল্যান্ডের এই নোট-

তৃতীয় হয়েছে নরওয়ের এই নোট-

প্রতিযোগীতায় অংশ নেওয়া ওই সব নোটের ছবি-

আরও পড়ুন: মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো, ভিডিয়ো ভাইরাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন