সুপার টাইফুন ‘সুদেলর’-এর তাণ্ডবে চিনে মৃত্যু হল অন্তত ১২ জনের। নিখোঁজ আরও পাঁচ। শনিবার পূর্ব চিনের বিস্তীর্ণ অঞ্চলে আছড়ে পড়ে শক্তিশালী এই টাইফুন। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত ফুজিয়ান, শেজিয়াং, জিয়াংশি, আনহুই প্রদেশ। গত ২৪ ঘণ্টায় ৬৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। উপড়ে গিয়েছে বড় বড় গাছ। বিদ্যুৎ যোগাযোগও বিচ্ছিন্ন। ধসে ভেঙে পড়েছে একাধিক বসতবাড়ি। ঝড়ের তাণ্ডবে আশ্রয়হীন প্রায় দু’লক্ষ মানুষ। চিনের পাশাপাশি বিধ্বস্ত তাইওয়ান-ও। সুদেলর-এর প্রকোপে সেখানে ছ’জনের মৃত্যুর খবর মিলেছে।