পাক-আফগান সীমান্তে সক্রিয় বিদ্রোহী বাহিনী। —ফাইল চিত্র।
বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর পর এ বার ইসলামাবাদের নিশানায় আর এক বিদ্রোহী গোষ্ঠী ফিতনা-আল-খাওয়ারিজ। মঙ্গলবার ভোর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুরু হয়েছে সেনা অভিযান।
পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) বুধবার জানিয়েছে, এ পর্যন্ত উত্তর ওয়াজ়িরিস্তান জেলার দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ১৪ জন বিদ্রোহী নিহত হয়েছেন। ফিতনা-আল-খাওয়ারিজ আদতে টিটিপির মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী বলেই দাবি ইসলামাবাদের।
একদা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘হক্কানি নেটওয়ার্ক’-এর নিয়ন্ত্রণে ছিল উত্তর ওয়াজ়িরিস্থান। ‘ভারত বিরোধী’ হিসাবে পরিচিত ওই গোষ্ঠীর নেতা সিরাজুদ্দিন হক্কানি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিন্তু আফগান প্রধানমন্ত্রী হাসান আখুন্দ, উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বরাদর এবং প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুবের দ্বন্দ্বের জেরে মাসকয়েক আগে সিরাজুদ্দিন ইস্তফা দিয়ে রাজধানী কাবুল ছেড়েছেন বলে কয়েকটি খবরে দাবি। ঘটনাচক্রে, তার পরেই টিটিপি ঘনিষ্ঠ ফিতনা-আল-খাওয়ারিজের দখলে চলে গিয়েছে উত্তর ওয়াজ়িরিস্তান।