ম্যানচেস্টারে জঙ্গি হামলা, জখম তিন

বছরের শেষ দিনে ছুরি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ইংল্যান্ডের ম্যানচেস্টার। সোমবার রাত ৯টা নাগাদ ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া স্টেশনে যাত্রীদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বছর পঁচিশের এক যুবক।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০১:৪৬
Share:

বছরের শেষ দিনে ছুরি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ইংল্যান্ডের ম্যানচেস্টার। সোমবার রাত ৯টা নাগাদ ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া স্টেশনে যাত্রীদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বছর পঁচিশের এক যুবক। ছুরির আঘাতে এক পুলিশকর্মী-সহ তিন জন জখম হন। আহত দুই যাত্রীর মধ্যে এক মহিলাও রয়েছেন। দু’জনেরই বয়স পঞ্চাশের কোঠায়। পুলিশ জানিয়েছে, আপাতত তাঁরা বিপন্মুক্ত। তবে ছুরি হামলায় ওই দু’জনের পেটে গভীর ক্ষত তৈরি হয়েছে। আঘাত লেগেছে মহিলার মুখেও। পুলিশ জানিয়েছে, এটি জঙ্গি হামলার ঘটনা। আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ঘটনার সময়ে ভিক্টোরিয়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সংবাদমাধ্যমের কর্মী স্যাম ক্লার্ক। তিনি বললেন, ‘‘তীব্র আর্তনাদ শুনে ঘাড় ঘুরিয়ে দেখি, প্ল্যাটফর্মের উপরে এক যুবক বড়সড় একটা ছুরি দিয়ে দুই যাত্রীকে কোপাচ্ছে। মাত্র আট ফুট দূরে ওই দৃশ্য দেখে ভয়ে কাঁপছিলাম। চার দিকে তখন চাপ চাপ রক্ত। হামলাকারী কালো পোশাক পরেছিল। আর চিৎকার করে ইসলামিক স্লোগান দিচ্ছিল। আমি স্পষ্ট ওকে বলতে শুনলাম, যত দিন তোমরা অন্য দেশে বোমা ফেলবে, এ সব ঘটনা আরও ঘটবে।’’

পুলিশ জানিয়েছে, বর্ষশেষের দিনগুলিতে এই ধরনের হামলার ভয় ছিলই। তাই গুরুত্বপূর্ণ জায়গা ও ভিড়ে ভরা এলাকাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখনও পর্যন্ত কেউ হামলার দায় না নিলেও এটি যে জঙ্গি হামলা, তা নিয়ে সন্দেহ নেই বলে জানিয়েছে পুলিশ। তদন্তে নেমেছে ইংল্যান্ডের সন্ত্রাসদমন শাখা। আততায়ীর কাছ থেকে দু’টি ছুরি আটক করেছে তারা। তল্লাশি চালানো হচ্ছে নিকটবর্তী চিঠাম হিল এলাকায়। হামলার আগে এখানেই আততায়ীরা ঘাঁটি গেড়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। হামলার পরেই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পেপার স্প্রে ও স্টান গানের শক দিয়ে আততায়ীকে কাবু করে ফেলে তারা। আপাতত ধৃতকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। হামলার কারণ জানতে জেরা করা হচ্ছে তাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement