International News

একটি মমি ও ১০০০ মূর্তির খোঁজ, রহস্যের গন্ধ মিশরের লাক্সরে

ভ্যালি অফ কুইন্স এবং ভ্যালি অফ কিংস-এর মাঝে অবস্থিত তিন হাজার বছরেরও বেশি পুরনো ওই সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজা ও রানিদের সমাধিস্থ করা হত লাক্সরের এই উপত্যকায়। রাজা-রানিদের সমাধিক্ষেত্রের মধ্যবর্তী অঞ্চলে সমাহিত করা হত রাজ্যের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৮:৫১
Share:

উদ্ধার হওয়া সেই মমি। ছবি: এএফপি।

সূর্যদেবের মন্দিরের জন্য বিখ্যাত মিশরের লাক্সরে উদ্ধার হয়েছে দু-দুটি সারকোফ্যাগাস বা পাথরের কফিন। তারই একটি খুলতে খোঁজ মিলল মমির। আল আসাসিফ সমাধিক্ষেত্রে একটি প্রাচীন কবর খুঁড়ে কফিন দুটি উদ্ধার হয়। শুধু মমিই নয় অপর একটি কবর থেকে পাওয়া গেছে কাঠ, টিন ও মাটির তৈরি এক হাজার ছোট মূর্তি ও পাঁচটি রঙিন মুখোশ।

Advertisement

ভ্যালি অফ কুইন্স এবং ভ্যালি অফ কিংস-এর মাঝে অবস্থিত তিন হাজার বছরেরও বেশি পুরনো ওই সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজা ও রানিদের সমাধিস্থ করা হত লাক্সরের এই উপত্যকায়। রাজা-রানিদের সমাধিক্ষেত্রের মধ্যবর্তী অঞ্চলে সমাহিত করা হত রাজ্যের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের।

মিশরের মিনিস্ট্রি অফ অ্যান্টিকুইটিজ-এর মতে উদ্ধার হওয়া সারকোফ্যাগাস দুটি মিশরের সপ্তদশ ও অষ্টাদশ রাজপরিবারের শাসনকালের। অর্থাৎ ত্রয়োদশ খ্রিষ্টপূর্বের। দ্বিতীয় রামেসিস ও তুতেনখামেন এই সময়কারই ফ্যারাও ছিলেন।

Advertisement

উদ্ধার হওয়া সেই ছোট ছোট মূর্তি। ছবি: এপি।

আরও পড়ুন: ৪০০০ বছর ধরে ব্রিটেনের আয়তনে উপনিবেশ গড়েছে উইপোকারা! খোঁজ মিলল ব্রাজিলে

আরও পড়ুন: বিমানের স্যুট না হোটেল! চোখ ফেরানো যায় না এমিরেটসের এই ফার্স্ট ক্লাস স্যুট থেকে

এক হাজারটি ছোট্ট মূর্তি যে কবর থেকে উদ্ধার হয়, সেটির আরও প্রাচীন। বিশেষজ্ঞদের মতে সেটি একাদশ ও দ্বাদশ রাজবংশের মমি বিশারদের।

কিন্তু উদ্ধার হওয়া মমিটি কার, তা নিয়েই রয়েছে ধন্দ। মিশরের অ্যান্টিকুইটিজ মন্ত্রক প্রথমে জানিয়েছিল সেটি থুয়া নামে এক মহিলার। কিন্তু পরে মন্ত্রকের মুখপাত্র জানান এখনও মমিটিকে শনাক্ত করার কাজ চলছে।

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন