সুমেরুর ট্রয়নয় দ্বীপে একটি গবেষণা কেন্দ্রে গত দু’সপ্তাহ ধরে আটকে ৫ রুশ গবেষক। সূত্রের খবর, তাঁদের ক্যাম্পের চারপাশে ঘোরাঘুরি করছে ২ বাচ্চা-সহ মোট ১২টি মেরু ভালুক। তাঁদের একটি কুকুরকে মেরেও ফেলেছে ভালুকেরা। আটকে পরা গবেষকদের কাছে আগুন জ্বালানোর সরঞ্জামও ফুরিয়েছে।