International News

বিনা টিকিটেই ট্রেন ও বিমানে চড়ল সাত বছরের মেয়ে!

পুলিশ জানিয়েছে, জেনিভা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে মা-বাবার নজর এড়িয়ে পালিয়ে যায় সে। এর পর বিনা টিকিটে  নিজে নিজেই চেপে বসে ট্রেনে। সোজা পৌঁছে যায় বিমানবন্দরের গেটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৮:৫৯
Share:

প্রতীকী ছবি।

টিকিট নেই। তা সত্ত্বেও ট্রেনে করে বিমানবন্দরে পৌঁছে গেল সাত বছরের একটি মেয়ে। এমনকী, বিমানেও উঠে পড়ল সে। মা-বাবার নজর এড়িয়ে এমন কীর্তি করলেও শেষমেশ ধরা পড়ে গেল ওই খুদে। রবিবার ঘটনাটি ঘটেছে জেনিভায়।

Advertisement

ঠিক কী কাণ্ড ঘটিয়েছিল ওই নাবালিকা?

পুলিশ জানিয়েছে, জেনিভা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে মা-বাবার নজর এড়িয়ে পালিয়ে যায় সে। এর পর বিনা টিকিটে নিজে নিজেই চেপে বসে ট্রেনে। সোজা পৌঁছে যায় বিমানবন্দরের গেটে। ইতিমধ্যে মেয়েকে হারিয়ে পুলিশ খবর দেন ওই নাবালিকার মা-বাবা। তার খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা। তত ক্ষণে ওই খুদের কীর্তি ধরা পড়ে গিয়েছে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়। বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে তার গোটাটাই জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

হামলার কয়েকশো মিটার দূরেই তখন প্রিয়ঙ্কা

বিমানবন্দরে পৌঁছে আশপাশের বড়দের সঙ্গে ঘুরতে থাকে ওই মেয়েটি। ঠিক যেন সে তাঁদের সঙ্গেই সেখানে এসেছে। সে ভাবেই সিকিউরিটি গেট পেরিয়ে যায়। এর পর ডিপারচার গেটের ফাঁক দিয়ে নিজের খুদে শরীরটা গলিয়ে দেয়। সকলের চোখ এড়িয়ে উঠে বসে বিমানে। প্রথম বার বিমানকর্মীদের সঙ্গী হয় সে। কিন্তু, তাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু, তাতেও থামেনি সে। তবে দ্বিতীয় চেষ্টায় এক বিমান আধিকারিকের কাছে ধরা পড়ে যায় ওই নাবালিকা। বিমান থেকে তাকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দরের মুখপাত্র বারট্র্যান্ড স্টায়েমফ্লি ঘটনার বিবরণ দিলেও জানাননি, কোন বিমান উঠে বসেছিল ওই নাবালিকা। তবে ওই বিমানটি যে ফ্রান্সে যাচ্ছিল তা জানিয়েছেন তিনি। একই সঙ্গে একে ‘অত্যন্ত দুভার্গ্যজনক ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে তাঁর আশ্বাস, ‘‘এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে নিরাপত্তার বিষয়ে আরও কড়া নজরদারি চালানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement