ধ্বংসস্তূপ থেকে ১৩ দিন পর উদ্ধার বৃদ্ধ

ইকুয়েডরে ভূমিকম্পের ১৩ দিন পরে ধ্বংসস্তূপ থেকে রবিবার উদ্ধার করা হল ৭২ বছরের এক বৃদ্ধকে। ভেনেজুয়েলা থেকে আসা একটি উদ্ধারকারী দল সংবাদমাধ্যমকে জানিয়েছে, ম্যানুয়েল ভাসকুয়েজ নামে ওই বৃদ্ধের গোঙানি শুনতে পান উদ্ধারকারীরা।

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০১:৩২
Share:

ইকুয়েডরে ভূমিকম্পের ১৩ দিন পরে ধ্বংসস্তূপ থেকে রবিবার উদ্ধার করা হল ৭২ বছরের এক বৃদ্ধকে। ভেনেজুয়েলা থেকে আসা একটি উদ্ধারকারী দল সংবাদমাধ্যমকে জানিয়েছে, ম্যানুয়েল ভাসকুয়েজ নামে ওই বৃদ্ধের গোঙানি শুনতে পান উদ্ধারকারীরা।

Advertisement

বিশাল একটি বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন তিনি। বর্তমানে ম্যানুয়েল চিকিৎসাধীন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর পায়ের দু’টো আঙুল কেটে বাদ দেওয়া হয়েছে। কিডনির সমস্যা থাকলেও আপাতত স্থিতিশীল তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement