International News

চিনে মাটি খুঁড়ে উদ্ধার ৮০০ বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষ

সংবাদমাধ্যম জিনহুয়া সূত্রে খবর, ফেব্রুয়ারিতেই প্রথম বার শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৬:৫৫
Share:

প্রতীকী ছবি।

চিনের চংকিং শহরে ৮০০ বছরের পুরনো শহরের প্রাচীর ও গেট উদ্ধার করলেন প্রত্নতত্ত্ববিদরা। গত ফেব্রুয়ারি থেকে ফেংজি কাউন্টির বাইদি শহরে খননকাজ চালাচ্ছেন কালচারাল হেরিটেজ রিসার্চ ইনস্টিটিউট এবং কালচারাল রেলিক ম্যানেজমেন্ট-এর বিজ্ঞানীরা।

Advertisement

আরও পড়ুন: এত মিষ্টি প্রেমের গল্প শুনেছেন কোনও দিন!

ট্রাম্পের ইরান-নীতি নিয়ে অসন্তুষ্ট জার্মানি

Advertisement

সংবাদমাধ্যম জিনহুয়া সূত্রে খবর, ফেব্রুয়ারিতেই প্রথম বার শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। এর ছ’মাসের মধ্যে একে একে শহরের কুড়িটি অংশের প্রাচীর, গেট, অস্ত্রাগার এবং কয়েকটি সুরক্ষা মিনারেরও হদিস মেলে। প্রত্নতত্ত্ববিদরা জানান, এই বাইদি শহরই এক সময় সেনাদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। তাঁরা আরও জানান, যে প্রাচীর ও গেটগুলো উদ্ধার হয়েছে সেগুলো দক্ষিণ সং রাজত্বকাল (১১২৭-১২৭৯) থেকে কিং রাজত্বকালের প্রথম দিকের মধ্যবর্তী সময়ের।

৩০০-র বেশি জিনিস উদ্ধার হয়েছে এই প্রত্নস্থল থেকে। তার মধ্যে রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, কাচ ও পাথরের জিনিসপত্র। বাইদি শহরের বাইরেও যে সব জায়গাগুলো আবিষ্কার হয়েছে তা দেখে প্রত্নতত্ত্ববিদরা জানান একটা পূর্ণ মাত্রার সুরক্ষা ব্যবস্থা ছিল এই শহরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন