Saudi Arabia

১১ বছর পর যুবকের পেট থেকে বেরলো আস্ত একটি বাল্ব!

বমি বমি ভাব, তীব্র জ্বর নিয়ে বছর একুশের এক যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা ওই যুবকের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অস্ত্রোপচারের পর যুবকের পেট থেকে যা বের হয় তা দেখে স্তম্ভিত হয়ে যান চিকিত্সকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১১:৪২
Share:

পেটের ভিতর বাল্ব! ছবি- সোশ্যাল মিডিয়া

বমি বমি ভাব, তীব্র জ্বর নিয়ে বছর একুশের এক যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা ওই যুবকের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অস্ত্রোপচারের পর যুবকের পেট থেকে যা বের হয় তা দেখে স্তম্ভিত হয়ে যান চিকিত্সকরা। একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ব উদ্ধার হয় ওই যুবকের পাকস্থলী থেকে!

Advertisement

আরও পড়ুন- হঠাৎ শুরু লাইভ, সংবাদ পাঠিকা কী করলেন দেখে নিন

ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল-আহসা হাসপাতালে। যুবকের জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, যখন যুবকের বয়স দশ বছর তখন এই আস্ত বাল্বটিকে গিলে ফেলেছিলেন তিনি। কেন এমন একটা অদ্ভুত কাজ করেছিলেন তা জানা যায়নি! সেটা অবশ্য জানার খুব একটা চেষ্টাও করেননি চিকিত্সকরা। কারণ, একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ব ওই যুবকের পাকস্থলীতে দীর্ঘ ১১ বছর কি করে ছিল সেটা ভেবেই কুল পাচ্ছেন না চিকিত্সকরা! হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর যুবক এখন অনেকটাই সুস্থ আছেন।

Advertisement

পেট থেকে বেরলো আস্ত একখানা বাল্ব। ছবি- সোশ্যাল মিডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement