International News

বসে গান গাওয়ার ‘শাস্তি’ গুলি, নিহত অন্তঃসত্ত্বা গায়িকা

কেউ কিছু বোঝার আগেই মঞ্চের উপরেই লুটিয়ে পড়লেন তিনি। দর্শকদের মধ্যে আতঙ্কে তখন হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। দেখা গেল, গুলি লেগেছে ওই যুবতীর গায়ে।

Advertisement

সংবাদ সংস্থা

করাচি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৯:২০
Share:

প্রতীকী ছবি।

রাতের জলসা বেশ ভালই জমে উঠেছে। মঞ্চে মাইক হাতে বসে বছর চব্বিশের তরুণী। তাঁর গানের জাদুতে দর্শকেরা তখন মুগ্ধ। অনেকে আবার গায়িকার কাছে উঠে গিয়ে নোট ছড়াতে শুরু করেছেন। এরই মাঝে এক বার উঠে দাঁড়ালেন গায়িকা। হঠাৎই প্রচণ্ড জোরে গুলির শব্দ। কেউ কিছু বোঝার আগেই মঞ্চের উপরেই লুটিয়ে পড়লেন তিনি। দর্শকদের মধ্যে আতঙ্কে তখন হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। দেখা গেল, গুলি লেগেছে ওই যুবতীর গায়ে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

Advertisement

ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের কাঙ্গা গ্রামের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই গ্রামে সিন্ধিদের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন সামিনা সামুন। সেখানেই তাঁকে গুলি করে মারা হয়। ঘটনায় অভিযুক্ত তারিক আহমেদ জাতোই ছাড়াও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই জলসায় উপস্থিত দর্শকেরা জানিয়েছেন, জলসার চলাকালীন বার বারই সামিনাকে বিরক্ত করছিল তারিক। মঞ্চে বসে নয়, বরং দাঁড়িয়ে গান গাওয়ার জন্য সামিনাকে বলছিল সে। অনেকের দাবি, সে সময় মত্ত অবস্থায় ছিল তারিক। কিন্তু, অন্তঃসত্ত্বা বলে মঞ্চে বসেই গান গাইছিলেন সামিনা। অভিযোগ, সামিনা সে কথা না শোনায় তাঁকে গুলি করে তাহির।

Advertisement

দেখুন শেষ মুহূর্তের সেই ভিডিও

ঘটনার পর সামিনার স্বামী পুলিশের কাছে এফআইআর করেছেন। তাতে নিজের স্ত্রী ছাড়াও গর্ভস্থ শিশুকে খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন: নিজের বেলা আঁটিসাঁটি! দাঁত চেপেই কাঠগড়ায় মার্ক জুকেরবার্গ

আরও পড়ুন: নির্বাচনী প্রক্রিয়া স্থগিত হাইকোর্টে, পঞ্চায়েত ভোট কি পিছিয়ে যাবে?

সামিনার শেষ মুহূর্তের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। টুইটারে তা পোস্ট করেছেন ইসলামাবাদের মানবাধিকার কর্মী কপিল দেব। ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে গান গাইতে গাইতে শেষ বারের মতো উঠে দাঁড়ালেন সামিনা। তার পরেই লুটিয়ে পড়লেন মঞ্চে। শেষ হল না তাঁর গান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন