Nepal

নয়াদিল্লির সঙ্গে কথা চাইছে কাঠমান্ডু

সম্প্রতি ভারতের ৩টি এলাকাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা নিয়ে সম্পর্কে উষ্মা তৈরি হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০২:৫২
Share:

—প্রতীকী চিত্র।

চিনের সঙ্গে সীমান্ত সংঘাত কিছুটা প্রশমিত হওয়ার সঙ্গে সঙ্গে নরম হল কাঠমান্ডুও। বিতর্কিত কালাপানি সীমান্ত নিয়ে আলোচনার জন্য বিদেশসচিব পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে নেপালের কে পি ওলি সরকার। ভারত সাফ জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক আস্থাবর্ধক পদক্ষেপের পরেই বৈঠকের কথা ভাবা যাবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, “ভারত সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কথা বলতে তৈরি। কিন্তু সেই আলোচনার ভিত হতে হবে পারস্পরিক সম্মান, আস্থা এবং বিশ্বাস। এর জন্য ইতিবাচক প্রয়াস প্রয়োজন।”

Advertisement

সম্প্রতি ভারতের ৩টি এলাকাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা নিয়ে সম্পর্কে উষ্মা তৈরি হয়েছিল। সে দেশের সংসদে তা পাশ না-করিয়ে আপাতত মানচিত্র প্রকাশ স্থগিত রেখেছে কাঠমান্ডু। কূটনৈতিক সূত্রের ধারণা, চিন নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার কাজটি পিছন থেকে চালিয়েই যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন