Air India Flight

অবতরণের আগেই ক্ষেপণাস্ত্র হামলা ইজ়রায়েলের বিমানবন্দরে, এয়ার ইন্ডিয়ার বিমানকে ঘুরিয়ে দেওয়া হল আবু ধাবিতে

রবিবার তেল আভিভ বিমানবন্দরে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৩৯ বিমানের। দিল্লি থেকে ইজ়রায়েলের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৬:১১
Share:

অল্পের জন্য রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের। প্রতীকী ছবি।

ইজ়রায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা। ঘটনাচক্রে, যে সময়ে ক্ষেপণাস্ত্র হামলা হয় ইজ়রায়েলে, তার ঠিক এক ঘণ্টার মধ্যেই তেল আভিভ বিমানবন্দরে অবতরণের কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানের। কিন্তু হামলার পরই বিমাননের মুখ আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরে বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তেল আভিভমুখী সমস্ত বিমানের চলাচল বন্ধ রাখা হবে।

Advertisement

রবিবার তেল আভিভ বিমানবন্দরে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৩৯ বিমানের। দিল্লি থেকে ইজ়রায়েলের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। ফ্লাইটরাডার২৪ ডট কমের তথ্য বলছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন জর্ডনের আকাশসীমায় সেই সময় খবর আসে ইজ়রায়েলের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তখনই বিমানটিকে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর তেল আভিভ থেকে দিল্লিগামী বিমান রবিবারের জন্য বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালায় রবিবার। এই ঘটনায় আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েক বার বিমানবন্দরে হমাল চালানো চেষ্টা করেছিলেন হুথি বিদ্রোহীরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ইজ়রায়েল। এই হামলার সাত গুণ বেশি জবাব ফিরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়। তিনি বলেন, ‘‘যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, সাত গুণ বেশি প্রত্যাঘাত করা হবে তাদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement