Ayman al-Zawahiri

জাওয়াহিরি কি বেঁচে আছেন? নতুন ভিডিয়ো প্রকাশ করে রহস্য বাড়াল আল কায়দা

ড্রোন হামলায় আল কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে ২০১১ সালেই ঘোষণা করেছিল আমেরিকা। যদিও তাঁর দেহ নিয়ে বার বার দানা বেঁধেছে রহস্য।

Advertisement

সংবাদ সংস্থা

কায়রো শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৫:২৬
Share:

জাওয়াহিরির দেহ পাওয়া যায়নি বলে গত অগস্টেও জানিয়েছিল আফগানিস্তানের তালিব সরকার। ফাইল চিত্র।

নিহত নেতা আয়মান আল জাওয়াহিরির একটি ভিডিয়ো রেকর্ডিং প্রকাশ করেছে আল কায়দা। ৩৫ মিনিটের রেকর্ডিং। ভিডিয়োটি প্রকাশ করে আল কায়দা জানিয়েছে, ভিডিয়োতে কথা বলছেন জাওয়াহিরিই। আমেরিকার ড্রোন হামলায় জাওয়াহিরির মৃত্যুর ১১ বছর পার হয়ে গিয়েছে। এর মধ্যেই আল কায়দা প্রকাশিত এই নতুন ভিডিয়োয় নতুন করে জল্পনা দানা বেঁধেছে আল কায়দা নেতাকে নিয়ে। প্রশ্ন উঠেছে, হঠাৎ এই ভিডিয়ো প্রকাশ্যে এনে কী প্রমাণ করতে চাইছে আল কায়দা?

Advertisement

বস্তুত জাওয়াহিরির মৃত্যু নিয়ে বরাবরই ধোঁয়াশা বজায় রেখে গিয়েছে আল কায়দা। গত অগস্ট মাসে আফগানিস্তানের তালিবান সরকারও জানিয়েছে, জাওয়াহিরির মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য নেই তাদের কাছে। মৃত্যু যে হয়েছে, তার প্রমাণও পায়নি তারা। যদিও আমেরিকা প্রথম থেকেই জানিয়ে এসেছে, কাবুলের কাছে শেরপুরের একটি বাড়িতে থাকাকালীন জাওয়াহিরির মৃত্যু হয় আমেরিকার ড্রোন হামলায়। আমেরিকা দাবি করেছিল, ওই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকার সময়েই ড্রোন হামলা চালানো হয় জাওয়াহিরির উপরে। অন্য দিকে, আমেরিকার ওই দাবির পর শেরপুরের বাড়িটির কাছে সরেজমিনে তদন্ত করে এক সংবাদমাধ্যম জানিয়েছিল, বাড়ির চার পাশে বিস্ফোরণের কোনও চিহ্ন খুঁজে পায়নি তারা। পরে আমেরিকার হামলা প্রশ্নের মুখে পড়লে তারা জানায়, হোয়াইট হাউসের কাছেও জাওয়াহিরির ডিএনএ সংক্রান্ত কোনও প্রমাণ নেই। তারা বিশ্বস্ত সূত্র মারফৎ পাওয়া তথ্যের ভিত্তিতেই এ ব্যাপারে নিশ্চিত হয়েছিল। জাওয়াহিরির মৃত্যু নিয়ে সেই ধন্দেই আল কায়দা প্রকাশিত ভিডিয়োটি নতুন করে ইন্ধন জোগাল বলে মনে করছেন গোয়েন্দারা।

যদিও রেকর্ডিংটি কবে করা হয়েছে তার কোনও উল্লেখ পাওয়া যায়নি। এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, ভিডিয়োটি দেখে এবং যাচাই করেও সেটি কবে রেকর্ড করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

Advertisement

প্রসঙ্গত, আল কায়দা এখনও জাওয়াহিরির উত্তরসূরির নাম ঘোষণা করেনি। তবে সইফ আল-আদেল নামে এক রহস্যজনক মিশরীয়ের নাম প্রায়শই প্রকাশ্যে আসছে। একদা মিশরের স্পেশ্যাল ফোর্সের অফিসার সইফ এখন আল কায়দার এক অন্যতম শীর্ষ নেতা। আল কায়দা যোদ্ধাদের গড়েপিটে নিতে তিনি সিদ্ধহস্ত বলেই শোনা যায়। জাওয়াহিরির উত্তরসূরি হিসাবে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন বলে গোয়েন্দা সূত্রে খবর। তবে এ নিয়ে জল্পনার মধ্যেই আল কায়দার ভিডিয়ো জাওয়াহিরিকে নিয়ে রহস্য উস্কে দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন