British Parliament

পার্লামেন্টে অসুস্থ অলোক

অলোক আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৪:১৪
Share:

প্রতীকী ছবি

পার্লামেন্টে অনলাইন বিতর্ক চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বুধবার এই ঘটনার পরে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। ফল এখনও আসেনি। অলোক আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

Advertisement

পশ্চিম রিডিং আসন থেকে জিতে আসা এমপি অলোককে গত কাল দেখেও অসুস্থ বলে মনে হচ্ছিল। কথা বলতে বলতে ঘন ঘন রুমাল দিয়ে কপাল মুছছিলেন তিনি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, অলোকের করোনা পরীক্ষা হয়েছে। যদি পজ়িটিভ হয়, তা হলে মন্ত্রিসভার কত জনকে আইসোলেশনে যেতে হবে, সেটাই এখন জল্পনার বিষয়। কারণ অলোক বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন, সিলেক্ট কমিটির বৈঠক সবই এখন অনলাইনে হচ্ছে। ৫০ জন এমপি শুধু হাজির থাকছেন। তবে এই সপ্তাহে একটা ভোটাভুটির ব্যাপারে এমপি-দের আসতে বলা হয়েছিল। ভোটের লাইনে দূরত্ববিধি ঠিক মতো মানা হয়নি বলেও অভিযোগ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন