Texas

গাড়ির ভিতর বদ্ধ অবস্থায় মৃত্যুর কোলে শিশু; পার্টিতে ব্যস্ত মা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ২০:৩০
Share:

এই সেই দুই শিশুর মা!

পার্টিতে ব্যস্ত মা, এদিকে দুই শিশু বন্ধ হয়ে রয়েছে বদ্ধ গাড়ির ভিতর গরমে! শুধু তাই নয়, অসুস্থ হয়ে মৃত্যুও হয়েছে দুই শিশুর! এরকমই মর্মান্তিক ঘটনা ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ২০১৭ সালের জুন মাসে টেক্সাসের আমান্দা হকিন্স তার দুই শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে আসেন। তারা তখন গুরুতর অসুস্থ। ডাক্তারদের তিনি জানান যে স্থানীয় একটি লেকের পাশের একটি ফুলের গন্ধ শুঁকতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছে তারা। কিন্তু পরে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে ফুল নয়, এই শিশুদের মৃত্যু হয়েছে তাদের মায়ের অবহেলাতেই।

পুলিশের তদন্তে উঠে আসে যে, দুই সন্তান ব্রিন হকিন্স এবং এডিসন ওভারগার্ড এডিকে প্রচন্ড গরমের মধ্যে গাড়ির ভিতরে রেখে পার্টিতে ব্যস্ত হয়ে পড়েন আমান্দা। সেই দিন শহরের তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সেই গরমের মধ্যে প্রায় দমবন্ধ অবস্থায় দুই শিশু প্রবল কান্না শুরু করলেও, সেদিকে আমান্দা নজর দেননি বলে জানানো হয়েছে। এমনকি দুই শিশুর কান্না শুনে কেউ কেউ তাদেরকে গাড়ি থেকে বের করে ঘরের ভিতরে নিয়ে আসতেও বলেন। কিন্তু তাতেও কান না দিয়ে আমান্দা বলেন যে তারা নিজেরাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে।

Advertisement

আরও পড়ুন: আদালতের রায়ে ৬ বছর পর আজ দেশে ফিরছেন পাক জেলে বন্দি মুম্বইয়ের হামিদ

পার্টি করে পরের দিন দুপুরে ঘুম থেকে ওঠেন আমান্দা। সূত্রের খবর প্রথমে তিনি প্রথমে ঝামেলায় পরে যাবার ভয়ে তাদের কে হাসপাতালেও নিয়ে যেতে চাইছিলেন না।

আরও পড়ুন: ঝিনুকের রোস্ট খেতে গিয়ে চমক! কামড় দিতেই মিলল বহুমূল্য মুক্তো

দুই শিশুর মৃত্যুর দায়ে আমান্দাকে দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রতি শিশুর মৃত্যুর দায়ে ২০ বছর করে, মোট ৪০ বছরের জন্য সাজা দেওয়া হয়েছে আমান্দাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন