Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Pearl

ঝিনুকের রোস্ট খেতে গিয়ে চমক! কামড় দিতেই মিলল বহুমূল্য মুক্তো

রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি দিন বিভিন্ন খাবারে সব মিলিয়ে তাঁরা প্রায় ৫০০০ ঝিনুক ব্যবহার করেন। কিন্তু সেই ঝিনুক থেকে মুক্তো পাওয়ার ঘটনা একেবারেই বিরল।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:২৮
Share: Save:

হাই স্কুলের পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতেই লাঞ্চ সারছিলেন ৬৬ বছরের রিক অ্যান্টোস। অর্ডার দিয়েছিলেন অয়েস্টার বা ঝিনুকের রোস্ট। আড্ডা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। সেই জন্য অপেক্ষাকৃত কম দামের এই খাবারটিই পছন্দ করেন তাঁরা। দাম ছিল প্রায় ১০০০ টাকা।

খাওয়ার সময়েই রিক বুঝতে পারেন তাঁর দাঁতে শক্ত মতন কিছু একটা ঠেকছে। প্রথমটা ভয় পেয়ে যান তিনি। তাঁর মনে হয়েছিল খেতে গিয়ে একটি দাঁত বোধহয় খুলে গিয়েছে। দাঁতের ডাক্তার দেখানোর কথাও ভেবে ফেলেছিলেন শুরুতে। একটু পরে সেই শক্ত জিনিসটি মুখ থেকে বাইরে নিয়ে আসতেই কী হয়েছে বুঝতে পারেন রিক। হাতে নিয়ে দেখেন তাঁর মুখের মধ্যে দাঁত নয়, আসলে ছিল একটি মটরের দানার আকারের মুক্তো। কিছু না বলে চুপ চাপ তখনকার মতো মুক্তোটি পকেটে পুরে বাড়ি চলে যান রিক।

ঘটনাটি ঘটেছে গত ৫ ডিসেম্বর নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল অয়েস্টার রেস্তরাঁয়। বাড়ি ফিরে রেস্তরাঁ কর্তৃপক্ষকে বিষয়টি জানান রিক অ্যান্টোস। শুনে তাজ্জব হয়ে যান তাঁরাও। পাশাপাশি এক জন রত্ন বিশেষজ্ঞকেও মুক্তোটি দেখান রিক। জানতে পারেন এই মুক্তোর এই মুহূর্তে বাজারদর প্রায় তিন লক্ষ টাকা। অর্থাৎ, এক হাজার টাকার খাবার খেতে গিয়ে প্রায় তিন লক্ষ টাকার মু্ক্তো পেলেন রিক অ্যান্টোস।

আরও পড়ুন: পোলার বিয়ারের চামড়া কালো, বাঘের ডোরা দাগও ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক!

রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, ভার্জিনিয়া থেকে তাঁরা এই ঝিনুকের অর্ডার দিয়েছিলেন। প্রতি দিন বিভিন্ন খাবারে সব মিলিয়ে তাঁরা প্রায় ৫০০০ ঝিনুক ব্যবহার করেন। কিন্তু সেই ঝিনুক থেকে মুক্তো পাওয়ার ঘটনা একেবারেই বিরল।

আরও পড়ুন: অনলাইনে অ্যালেক্সার সঙ্গে কথা বলে নিজের পছন্দের খাবার অর্ডার দিল পাখি!

আপাতত তাই রীতিমতো সপ্তম স্বর্গে বিচরণ করছেন নিউ ইয়র্কের বাসিন্দা রিক অ্যান্টোস । রেস্তরাঁ কর্তৃপক্ষকে জানিয়েছেন, এখন থেকে তিনি নিয়মিতই তাঁদের দোকানে ঝিনুকের রোস্ট খেতে যাবেন।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pearl Oyster Roast New York Restaurant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE