বাংলাদেশরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা পিছিয়েছে। কারণ, এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা এখনও করা যায়নি। সূত্রের খবর, কাতার খালেদার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাবে বলেছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাতে দেরি হচ্ছে। ফলে খালেদার যাত্রার সময়ও পিছিয়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, শুক্রবার সকালে খালেদাকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে এয়ার অ্যাম্বুল্যান্স।
খালেদার পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন ধরে লন্ডনে থাকেন। তারেকের স্ত্রী জুবাইদা রহমান বৃহস্পতিবারই ঢাকার উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন বলে খবর। শুক্রবার ভোরে তিনি ঢাকায় পৌঁছোবেন। প্রথমেই খালেদাকে দেখতে চলে যেতে পারেন হাসপাতালে। জুবাইদা নিজেও চিকিৎসক। শাশুড়ির শারীরিক অবস্থা বুঝে তিনি লন্ডনযাত্রার বন্দোবস্ত করতে পারেন। তবে বিএনপি-র অন্য একটি সূত্রে দাবি, যদি বিকল্প ব্যবস্থা করা যায়, জুবাইদা পৌঁছোনোর আগেও খালেদাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছোনোর কথা ছিল বৃহস্পতিবার রাতেই। কিন্তু বিএনপি সন্ধ্যায় জানায়, যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছোতে দেরি হবে। বিকল্পের কথাও ভাবছেন কাতার কর্তৃপক্ষ।
গত ১২ দিন ধরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা। দেশি-বিদেশি বিশেষজ্ঞেরা তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। ৮০ বছর বয়সি নেত্রীকে নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রথমে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু পরে নিউমোনিয়া ধরা পড়ে। তাঁর আগে থেকেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা ছিল। ফলে চিকিৎসায় জটিলতা তৈরি হয়। এখনও তাঁর হৃদ্যন্ত্রে জটিলতা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।