ভারত সফরে আসার আগেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা ‘তাস’কে দেওয়া এক বিবৃতিতে পুতিন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে।
ক্রেমলিনে উইটকফ এবং কুশনারের সঙ্গে বুধবার প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক হয় পুতিনের। আলোচ্যসূচি যুদ্ধবিরতির শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও রুশ প্রেসিডেন্টের বার্তা, গত অগস্টে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের প্রস্তাবনাগুলি নিয়ে ধরে ধরে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘’২৮ দফা যুদ্ধবিরতির প্রস্তাবকে চারটি পৃথক প্যাকেজে ভেঙে আমরা কথা বলেছি।’’
গত ১৬ অগস্ট আলাস্কার ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এ ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকেও যুদ্ধবিরতির ‘শর্ত’ হিসাবে ‘ভূমি বিনিময়’ (ল্যান্ড সোয়াপিং)-এর উপর গুরুত্ব দিয়েছিলেন। বিশেষ করা রুশ জনগোষ্ঠীর বসতি ক্রাইমিয়া এবং ডনবাস (ডনেৎস্ক এবং লুহান্সক অঞ্চলকে একত্রে এই নামে চিহ্নিত করা হয়) যে কোনও অবস্থাতেই ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না, ইতিমধ্যেই এ বিষয়ে একাধিক বার বার্তা দিয়েছে মস্কো। যদিও তাতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। পশ্চিম ইউরোপের দেশগুলিও জ়েলেনস্কির অবস্থান সমর্থন করছে। এই পরিস্থিতিতে পুতিনের বার্তা, ‘‘যুদ্ধবিরতি কার্যকরের জন্য পশ্চিম ইউরোপের আরও সক্রিয় হওয়া উচিত।’’