বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের কাজে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস নামের একটি দলের তরফে বুধবার আবেদনটি করেন ওই মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। আদালতের তরফে জানানো হয়েছে, হাই কোর্টে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে আগামী সপ্তাহে আবেদনের শুনানি হতে পারে।
নির্বাচনের উপরে স্থগিতাদেশ চেয়ে আবেদনে, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। আবেদনে বলা হয়, সরকারের নির্বাহী বিভাগের কর্মী-আধিকারিকদের দিয়ে নির্বাচন কমিশনের সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে খাপ খায় না। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে। আবেদন করা হয়েছে, হাই কোর্ট ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশ দিক। এই আবেদনগুলির নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন কাজ স্থগিত রাখা হোক।
পরে আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, ‘‘সংবিধান মোতাবেক নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে যাবতীয় সহযোগিতা করবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের ইচ্ছে মতো নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।’’ তাঁর অভিযোগ, বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়েছে। ওই বিভাগ দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে— এটা কেউ বিশ্বাস করে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)