Iran-Israel Conflict

ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত! ইজ়রায়েলি বোমা আছড়ে পড়ে তাঁর বাড়িতে

ইজ়রায়েলি হামলায় এ বার ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হল। বাড়িতেই তাঁর সঙ্গে ছিলেন স্ত্রীও। ইজ়রায়েলি বোমায় উড়ে যায় গোটা বাড়ি। মৃত্যু হয় দু’জনেরই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:৫৬
Share:

ইজ়রায়েলি হামলায় নিহত ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হল। তাঁর বাড়িতে আছড়ে পড়ে ইজ়রায়েলি বোমা। গুঁড়িয়ে যায় গোটা বাড়িই। শুধু ওই বিজ্ঞানী একা নন, তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে বলেই খবর। এই নিয়ে ইজ়রায়েলি হামলায় ইরানের ১০ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর মিলল।

Advertisement

ইরান সরকারের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ইরানের পরমাণু বিজ্ঞানী সইদ ইসার তাবাতাবায়েইর বাড়িতে ইজ়রায়েলি বোমা আছড়ে পড়ে। সেই সময় বাড়িতে তাঁর স্ত্রীও ছিলেন। হামলায় দু’জনেরই মৃত্যু হয়। ওই বিজ্ঞানী ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।

আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। যদিও ইরান বরাবর দাবি করে এসেছে, তারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কাজের জন্যই পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। আমেরিকার সঙ্গে এই নিয়েই ইরানের ‘দ্বন্দ্ব’ চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসুক ইরান, যা নিয়ে দর কষাকষি চলছে দু’দেশের মধ্যে। ট্রাম্প বার বারই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। যদিও ইরানের দাবি, হুমকি দিয়ে আলোচনার টেবিলে তাদের বসাতে পারবে না আমেরিকা!

Advertisement

এই আবহেই গত ১৩ জুন থেকে ইরান-ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ইরানের উপর হামলা চালায় ইজ়রায়েলি সেনা। এখনও পর্যন্ত ইজ়রায়েলি হামলায় ইরানের বেশ কয়েক জন শীর্ষ আধিকারিক নিহত হয়েছেন। বাদ যাননি সে দেশের পরমাণু বিজ্ঞানীরাও। তার পর থেকেই ইরান প্রত্যাঘাত শুরু করে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে দুই দেশের উপরেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement