বাদ পড়েছে জরায়ু: অনুষ্কা

শনিবার টুইটারে নিজের সেই লড়াইয়ের কথা জানিয়েছেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৭
Share:

সেতারবাদক অনুষ্কা শঙ্কর।

ফাইব্রয়েড থাকার ফলে গত মাসে তাঁর জরায়ু বাদ দিতে হয়েছে বলে জানালেন সেতারবাদক অনুষ্কা শঙ্কর। শনিবার টুইটারে নিজের সেই লড়াইয়ের কথা জানিয়েছেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা। অনুষ্কা জানান, পেটে ১৩টি টিউমার হয়েছিল তাঁর। যে কারণে পর পর দু’টি ‘হিস্টেরেকটমি’ করতে হয়। অসুস্থতার কারণে দীর্ঘ সময় অবসাদে ভুগেছেন তিনি। ভয় পেয়েছেন নারীত্ব হারানোর। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই সময়ে।

Advertisement

অনুষ্কা লিখেছেন, ‘‘এক সময়ে ভেবেছিলাম, আমার যৌনজীবনে প্রভাব পড়তে পারে। যদি মারা যাই আমার সন্তানেরা মাতৃহীন হবে। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে জানতে পারি এখন বহু মহিলারই ‘হিস্টেরেকটমি’-র মতো অস্ত্রোপচার হয়। কিন্তু তা কেউ প্রকাশ করেন না।’’ তাঁর প্রশ্ন, মহিলারা এই বিষয়ে কথা বলতে এত সঙ্কোচ বোধ করেন কেন? কেনই বা নিজেদের যৌনজীবন নিয়ে মুখ খুলতে লজ্জা পান তাঁরা। নিজের কিশোরীবেলায় যন্ত্রণাময় ঋতুস্রাবের কথাও পোস্টে জানিয়েছেন অনুষ্কা। জানিয়েছেন, সন্তান জন্মের পরে তাঁর অসম্ভব শারীরিক কষ্টের কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন