Pakistan Arrests Afghans

পাকিস্তানে আফগানদের গ্রেফতারি বেড়েছে ১৪৬%! সংঘর্ষের পরে ধরে ধরে দেশ থেকে তাড়াচ্ছে ইসলামাবাদ

গত অক্টোবরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সামরিক সংঘর্ষ চলে। আপাতত দু’দেশের মধ্যে ‘সাময়িক’ সংঘর্ষবিরতি চলছে। এই পরিস্থিতির মধ্যেই গত ১৭ অক্টোবর পাকিস্তানে বসবাসকারী আফগানদের দেশ ছাড়তে বলে ইসলামাবাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:১২
Share:

আফগানদের ধরপাকড় শুরু পাকিস্তানে। — ফাইল চিত্র।

আফগানিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের পরে আফগান নাগরিকদের দেশ থেকে তা়ড়াতে শুরু করেছে পাকিস্তান। শুরু হয়েছে ধরপাকড়ও। অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তানে আফগান নাগরিকদের গ্রেফতারি ১৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপুঞ্জের এক সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

শরণার্থী বিষয়ক রাষ্ট্রপুঞ্জের সংস্থা ‘ইউনাইটেড নেশন্‌স কমিশনার ফর রিফিউজি’ এবং অভিবাসন সংক্রান্ত এক আন্তর্জাতিক সংগঠন যৌথ ভাবে ওই রিপোর্টে জানানো হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তানে ৭,৭৬৪ জন আফগান নাগরিক গ্রেফতার এবং আটক হয়েছেন, যা পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ১৪৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে বালোচিস্তান প্রদেশে। রিপোর্ট অনুসারে, মোট গ্রেফতারির ৮৬ শতাংশই হয়েছে শুধুমাত্র বালোচিস্তান থেকে।

গত অক্টোবরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সামরিক সংঘর্ষ চলে। আপাতত দু’দেশের মধ্যে ‘সাময়িক’ সংঘর্ষবিরতি চলছে। এই পরিস্থিতির মধ্যেই গত ১৭ অক্টোবর পাকিস্তানে বসবাসকারী আফগানদের দেশ ছাড়তে বলে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সমাজমাধ্যমে লেখেন, ‘পাকিস্তানের মাটিতে থাকা সব আফগানকে তাঁদের জন্মভূমিতে ফিরে যেতে হবে।’ তার পর থেকেই আফগান নাগরিকদের পাকিস্তান থেকে বিতাড়িত করা বৃদ্ধি পেয়েছে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট অনুসারে, অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরা নাগরিকদের সংখ্যা ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আফগানদের পাকড়াও করে পাকিস্তান থেকে তাড়ানোর হারও ১৩১ শতাংশ বেড়েছে ওই সময়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement