Israel-Hamas Conflict

সংঘর্ষবিরতির মধ্যেই গাজ়ায় লাগাতার হানাদারি ইজ়রায়েলের! ১২ সপ্তাহে হত অন্তত ৩৫৭ জন প্যালেস্টাইনি

আমেরিকার মধ্যস্থতায় গত ১০ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি সমঝোতা করেছিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩
Share:

গাজ়ায় ইজ়রায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনি পরিবার। ছবি: রয়টার্স।

আমেরিকার মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে শান্তি ফিরেছে গাজ়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এমনটাই। কিন্তু তুরস্কের আনাডোলু-সহ পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তির পরেও গত ১১ সপ্তাহ ধরে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে ইজ়রায়েলি সেনার হামলায় অন্তত ৩৫৭ জন্য সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন।

Advertisement

ট্রাম্প সরকারের উদ্যোগে এবং তুরস্ক, মিশর ও কাতারের সহায়তায় সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পরে ইজ়রায়েলি সেনার হামলায় অন্তত ৯০৩ জন প্যালেস্টাইনি গুরুতর আহত হয়েছেন বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে। গাজ়ায় হানাদারির কথা মেনে নিলেও তেল আভিভ অবশ্য সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যুর কথা গত আড়াই মাসে বারে বারেই অস্বীকার করেছে। তাদের দাবি, হামাসের সশস্ত্র বাহিনীর ডেরাগুলিতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হয়েছে।

সংঘর্ষবিরতির শর্ত লঙ্ঘন করে ইজ়রায়েলি বাহিনী ৩৮ জনকে বিনা অভিযোগে আটক করেছে বলে অভিযোগ এনে রিপোর্টে বলা হয়েছে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ৫৯১টি ঘটনা এ পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। শুধু গাজ়া নয়, পশ্চিম এশিয়ায় আর এক প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারণের লক্ষ্যে গত ১১ সপ্তাহে ইজ়রায়েলি সেনা একাধিক অভিযান চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত ২৩ অক্টোবের নেতানিয়াহুর উদ্যোগে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে সে দেশের পার্লামেন্ট নেসেটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement