Bangladesh Election Commission

জাতীয় সংসদের ভোটের আগে আসন পুনর্বিন্যাস চূড়ান্ত করল বাংলাদেশের নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের নির্ধারিত নতুন সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে মোট ৩৭টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪
Share:

—প্রতীকী চিত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করা হয়েছিল এক সপ্তাহ আগে। এ বার বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসের কাজ সেরে ফেলল। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সীমানার রদবদল হলেও আগের মতোই জাতীয় সংসদের মোট আসন ৩০০টি রয়েছে।

Advertisement

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের নির্ধারিত নতুন সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে মোট ৩৭টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, সীমানা পুনর্বিন্যাসের প্রভাব ১৬টি জেলার অন্তত ৪৬টি আসনের উপর পড়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ছ’টি আসনে। ঢাকা–২, ৪, ৫, ৭, ১০ এবং ১৪ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের ভোট হতে পারে বাংলাদেশে। গত ৫ অগস্ট জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগে ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করাতে চান। তিনি বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ তার পরেই দিনই ইউনূস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement