Barack Obama

হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওবামাকে! এআই ভিডিয়ো পোস্ট ট্রাম্পের, উপরে লেখা, ‘আইনের ঊর্ধ্বে কেউ না’

ট্রাম্পের পোস্ট করা ভিডিয়োয় দেখানো হচ্ছে, হোয়াইট হাউসে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আধিকারিকেরা ওবামার হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। পাশে বসে হাসছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:৪৫
Share:

(বাঁ দিকে) বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে! সত্য নয়, আপাতত কল্পনা। তবে আপাত কাল্পনিক এই দৃশ্যের ভিডিয়ো সোমবার সমাজমাধ্যমে পোস্ট করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

Advertisement

ট্রাম্পের পোস্ট করা ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, ওবামা বলছেন, “কেউ না, এমনকি প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন।” তার পর জো বাইডেন-সহ একাধিক প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকেও একই কথা বলতে শোনা যাচ্ছে। তার পরেই বিদ্রুপাত্মক ভঙ্গিতে হাসছেন এক জন। ভিডিয়োয় এর পরের অংশে দেখানো হচ্ছে, হোয়াইট হাউসে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আধিকারিকেরা ওবামার হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। পাশে বসে হাসছেন ট্রাম্প। ভিডিয়োর পরের অংশে কমলা পোশাক পরে জেলের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন ওবামা। গোটা ভিডিয়োর উপরে লেখা, “কেউই আইনের ঊর্ধ্বে নন।”

ট্রাম্প এই ভিডিয়ো কেন পোস্ট করলেন, তা স্পষ্ট নয়। তিনি নিজে এর কোনও ব্যাখ্যা দেননি। তবে তিনি ওবামাকে গ্রেফতার করানোর ইঙ্গিত দিলেন কি না, তা নিয়ে আমেরিকার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কয়েক দিন আগেই ট্রাম্প প্রশাসনের গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ড সরকারি নথি উদ্ধৃত করে দাবি করেছিলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়কে খাটো করে দেখানোর চেষ্টা করেছিলেন ওবামা। ওবামার বিরুদ্ধে বিচার শুরু হওয়া উচিত বলেও জানিয়েছিলেন তুলসী। মনে করা হচ্ছে, সেখান থেকে ট্রাম্প-ওবামা দ্বন্দ্বের সূত্রপাত। তবে আর এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে পাশাপাশি বসে কথা বলতে দেখা গিয়েছিল ট্রাম্প এবং ওবামাকে। সেই ভিডিয়ো নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement