TRmup

জর্জিয়ার পুনর্গণনাতে জয়ী বাইডেন, মিশিগান নিয়ে নতুন ছক ট্রাম্পের

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৬:৩৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফল প্রকাশের বেশ কিছুদিন পরে নিজের মুখে স্বীকার করেছিলেন হারের কথা। তবুও ডোনাল্ড ট্রাম্পের হাবভাবে মনে হচ্ছে, তিনি এখনও পরাজয় মেনে নিতে পারছেন না। একদিকে জর্জিয়া প্রদেশে পুনর্গণনার জন্য যে আবেদন উঠেছিল, সেই আবেদন মেনে ফের ভোট গণনা করে দেখা গিয়েছে ওই প্রদেশে জো বাইডেনই জয়ী হয়েছেন। অন্যদিকে মিশিগানে হার এখনও মেনে নিতে পারছেন না ট্রাম্প। তাই সেখানকার রিপাবলিকান প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছেন হোয়াইট হাউসে, যদি কোনওভাবে বাইডেনের জয়ের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। কিন্তু তাতে লাভ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট বলেছেন, ‘‘টানা ছ’দিন ধরে হাতে ব্যালট গোনার পর দেখা গিয়েছে, এই প্রদেশেও জয়ী হয়েছেন জো বাইডেন।’’ এতদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ছিল জর্জিয়া, এবার সেটা এল ড্যামোক্র্যাটদের হাতে। ট্রাম্পের দাবি মতোই ভোটের ব্যবধান কম থাকায় সমস্ত কাউন্টিতেই ভোট পুনর্গণনা হয়। প্রায় ৫০ লক্ষ ভোট গণনা করে দেখা গিয়েছে, শেয পর্যন্ত জয় পেয়েছেন জো বাইডেন। এই প্রদেশে গণনার সময় নানারকম ভ্রান্তি নজরে এসেছে বলে অভিযোগ ছিল। চারটি কাউন্টির ক্ষেত্রে কিছু ভোট উদ্ধার করা হয়, যেগুলি আগে গণনা করা হয়নি। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। ফ্লয়েড কাউন্টির প্রধান নির্বাচন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে, কারণ, প্রাথমিক গণনায় প্রায় ২৬০০ ভোট গণনা করা হয়নি।

আরও পড়ুন: মেসেজে আপত্তিকর প্রস্তাব শ্রাবন্তীকে, গ্রেফতার বাংলাদেশি যুবক

Advertisement

ওদিকে, মিশিগানে বাইডেনের জয় চূড়ান্ত হওয়ার পরে অভূতপূর্ব ভাবে ট্রাম্প হোযাইট হাউসে ডেকে পাঠিয়েছেন মিশিগানের রিপাবলিকান প্রতিনিধিদের। সেখানে জো বাইডেনকে জয়ী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দেওয়ার আগেই নতুন পরিকল্পনা তৈরি করছেন ট্রাম্প।শুধু তাই নয়, একাধিক প্রদেশের রিপাবলিকান প্রতিনিধিদের ট্রাম্প ডেকে পাঠিয়েছেন নতুন করে পরিকল্পনা করার জন্য যাতে বাইডেনের জয়ের সংশাপত্র বেরনোর আগে কিছু একটা ব্যবস্থা করা যায়। কারণ, একবার সংশাপত্র বেরিয়ে যাওয়া মানে খাতায় কলমে ট্রাম্পের পরাজয় নথিভুক্ত হয়ে যাওয়া। ডিসেম্বর মাসের ১৪ তারিখে রয়েছে ইলেক্টোরাল কলেজের ভোট। তার আগে যদি এই সংশাপত্র দেওয়া বন্ধ করা যায়, তাহলে সেই ভোটে বাধা সৃষ্টি করা সম্ভব হবে। সেই কারণেই ট্রাম্পের এই পরিকল্পনা।

আরও পড়ুন: বিভাজন ঘটানোর লক্ষ্যে ‘লভ জিহাদ’ শব্দটি তৈরি করেছে বিজেপি, দাবি গহলৌতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন