আরও বেশি কর দিতে চাই, বললেন বিল গেটস

রিপাবলিকানদের কর আইন নিয়ে বলতে গিয়ে গেটস বলেন, ‘‘এটা কোনও উন্নত কর বিল নয়। এই বিল পিছু হটার দিকেই নির্দেশ করে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৩
Share:

বিল গেটস। ছবি: এএফপি।

আরও বেশি করে আয়কর দেওয়া উচিত! এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দু’নম্বর ধনী ব্যক্তি বিল গেটস। ন’হাজার কোটি ডলারেরও বেশি সম্পদের মালিক বলেছেন, ‘‘আমার আরও বেশি কর দেওয়া উচিত। অন্য কারও তুলনায় অনেক বেশি কর দিয়েছি, এক হাজার কোটি ডলারেরও উপরে। কিন্তু আমার মতো পদমর্যাদার লোকজনের কাছ থেকে আরও উচ্চ হারে কর পাওয়া উচিত সরকারের।’’

Advertisement

রিপাবলিকানদের কর আইন নিয়ে বলতে গিয়ে গেটস বলেন, ‘‘এটা কোনও উন্নত কর বিল নয়। এই বিল পিছু হটার দিকেই নির্দেশ করে।’’ তাঁর মতে, রিপাবলিকানরা বলেন, এই বিল থেকে আমেরিকার শ্রমিক এবং মধ্যবিত্তদের উপকার হবে। কিন্তু এই বিলের উপযোগিতা শুধু বিত্তশালীরাই বুঝবেন। গেটসের কথায়, ‘‘ধনীরা সব সময়েই দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণির চেয়ে বেশি সুবিধা ভোগ করেন।’’

আমেরিকায় শুধু কর নিয়ে বিতর্ক নয়, অসাম্যও বাড়ছে পাল্লা দিয়ে। কী ভাবছেন গেটস? তাঁর কথায়, ‘‘জনসংখ্যার মধ্যে ছ’ভাগের এক ভাগ মানুষ এখনও যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তা খুবই হতাশাজনক। সরকারি নীতিতে এই ভাবনাটা থাকা উচিত, যে কেন আমরা ওঁদের জন্য ভাল কিছু করতে পারছি না?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন