বরিসের মন্ত্রী রুডের ইস্তফা

শাসক দলের ২১ জন এমপি-কে বরখাস্ত করার হুমকি দিয়ে সম্প্রতি পার্লামেন্টে ভোটে মুখরক্ষা করার চেষ্টা চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৫
Share:

অ্যাম্বার রুড

ফের ধাক্কার মুখে বরিস জনসন। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন আরও এক মন্ত্রী। ব্রেক্সিট নিয়ে সরকারের অনড় মনোভাবের কড়া সমালোচনা করে ওই মন্ত্রী অ্যাম্বার রুড বলেছেন, ‘‘দলের বিশ্বস্ত, ভাল, উদারপন্থী কনজ়ারভেটিভ সদস্যদের বহিষ্কার করা হচ্ছে। আমিও সরে গেলাম।’’

Advertisement

শাসক দলের ২১ জন এমপি-কে বরখাস্ত করার হুমকি দিয়ে সম্প্রতি পার্লামেন্টে ভোটে মুখরক্ষা করার চেষ্টা চালিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাতে সফল হননি, তারপরেই ওই এমপি-দের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। যার সঙ্গে একেবারেই সহমত নন রুড। কর্মসংস্থান এবং পেনশন মন্ত্রক সামলানোর দায়িত্ব ছিল ৫৬ বছর বয়সি এই মন্ত্রীর হাতে।

বরিস যে পথে ব্রেক্সিট নিয়ে এগোতে চাইছেন, সেটাই তাঁর ইস্তফার কারণ বলে জানিয়েছেন রুড। তিনি বলেছেন, ‘‘চুক্তিসহ ব্রেক্সিট করার কোনও ইচ্ছে সরকারের আছে বলে আর মনে হয় না।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন