Bangladesh Politics

জাতীয় সংসদ নির্বাচনের টিকিট বিলি ঘিরে বিএনপির গোষ্ঠীসংঘর্ষে উত্তাল রাজশাহী! গুরুতর জখম অন্তত ২০

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২৩:২২
Share:

(বাঁ দিকে) খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জাতীয় সংসদের নির্বাচনে জিতে ক্ষমতা দখল করলে বাংলাদেশের মাটিতে প্রতিশোধের রাজনীতি করবে না বিএনপি। দলের তরফে ইতিমধ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনের টিকিট বিলি ঘিরে মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুগামীদের মধ্যেই প্রতিশোধস্পৃহার ভয়াবহ নমুনা দেখল রাজশাহী জেলার তানোর।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদার উপদেষ্টা পরিষদের সদস্য শরিফউদ্দিনকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ওই আসনে মনোনয়ন-বঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির প্রধান সুলতানুল ইসলামের অনুগামীদের সঙ্গে শরিফ-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। চলতি মাসের গোড়াতেই প্রথম দফায় জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বিএনপির চেয়ারপার্সন খালেদা এ বার ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান নির্বাচন লড়বেন বগুড়া-৬ আসনে। তারেখ বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কিছু এখনও দলের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement