Khaleda Zia

নিরাপত্তা নিয়ে উদ্বেগ! খালেদাদের ভোটের প্রচারে কেনা হচ্ছে বিদেশি বুলেটপ্রুফ বাস, সম্মতি ইউনূসদের

গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল বিএনপিকে। তার পরে চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি দেওয়া হয়েছে তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২০:০৬
Share:

(বাঁ দিকে) বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাংলাদেশে নির্বাচনী প্রচারের জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করছে খালেদা জিয়ার দল বিএনপি। ভোটের আগে দু’টি বুলেটপ্রুফ গাড়ি কিনছে তারা। এর মধ্যে রয়েছে একটি বুলেটপ্রুফ বাসও। ওই দু’টি বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্রও পেয়ে গিয়েছে বিএনপি। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে দেশের নির্বাচনে অন্যতম প্রধান দল বিএনপি। ভোটের প্রচারের সময়ে খালেদা এবং তাঁর পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে বিএনপি। ‘প্রথম আলো’ অনুসারে, খালেদা এবং তারেকের নিরাপত্তার জন্যই এই দুই গাড়ি কেনার অনুমতি দিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক।

মন্ত্রক সূত্রে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তার পরে চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি দেওয়া হয়েছে তাদের। তবে এই বুলেটপ্রুফ গাড়িগুলি কোন দেশ থেকে কেনা হবে, কোন মডেলের গাড়ি কেনা হবে— তা এখনও বিএনপি শিবির চূড়ান্ত করে ওঠেনি। তবে দলীয় একটি সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে কথাবার্তা চলছে বিএনপির অন্দরে।

Advertisement

বিএনপি চেয়ারপার্সন খালেদার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর ‘প্রথম আলো’কে জানান, ভোটের সময়ে খালেদা এবং তারেককে জনসংযোগের জন্য সারা দেশে ঘুরতে হবে। এই সময়ে তাঁদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সেই কারণেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে দাবি খালেদার নিরাপত্তা উপদেষ্টার।

বস্তুত, বাংলাদেশে বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য সরকারি ছাড়পত্র বাধ্যতামূলক। সাধারণত সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস এবং রাষ্ট্রপুঞ্জ বা অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতিনিধিদের এই ধরনের গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে রাজনৈতিক দলের জন্য এমন ছাড়পত্র অতীতে খুব কমই দেখা গিয়েছে বলে দাবি বাংলাদেশের প্রশাসনিক সূত্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement