Boat Capsized in Mozambique

মোজাম্বিকে উল্টে গেল নৌকা! সাগরে ডুবে প্রাণ হারালেন তিন ভারতীয়, উদ্ধার পাঁচ

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে মোজাম্বিকের ঘটনায় মৃত তিন ভারতীয়ের পরিবারকে সমবেদনা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১০
Share:

আহত ভারতীয়ের সঙ্গে মোজাম্বিকের হাসপাতালে দেখা করলেন বেইরার হাই কমিশনের কনসুলার অফিসার। ছবি: এক্স।

সেন্ট্রাল মোজাম্বিকে উপসাগরে উল্টে গেল নৌকা। প্রাণ হারালেন তিন ভারতীয়। আহত হয়েছেন এক জন। পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার একথা জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

Advertisement

হাই কমিশন বিবৃতিতে জানিয়েছে, মোজাম্বিকের বেইরা বন্দরের কাছে ট্যাঙ্কার থেকে ১৪ জন ভারতীয় কর্মীকে সৈকতে নিয়ে আসছিল একটি নৌকা। উপসাগরে সেটি উল্টে গিয়েই বিপত্তি। কয়েক জন ভারতীয়কে উদ্ধার করা হয়। যদিও প্রাণ হারিয়েছেন কয়েক জন। এখনও কয়েক জনের খোঁজ মেলেনি বলে জানিয়েছে কমিশন।

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে মোজাম্বিকের ঘটনায় মৃত তিন ভারতীয়ের পরিবারকে সমবেদনা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছে। হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেছে বেইরার হাই কমিশনের কনসুলার অফিসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement