facebook

৫০ বছর পর ফেসবুকে জীবিতের থেকে মৃতের সংখ্যা বেশি হবে!

হিসেব করে দেখা গিয়েছে, ২০৭০ সালেই ফেসবুকের সক্রিয় প্রোফাইল সংখ্যাকে ছাড়িয়ে যাবে নিষ্ক্রিয় প্রোফাইলের সংখ্যা

Advertisement
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৯:১১
Share:

২১০০ সালের শেষ পর্যন্ত নিষ্ক্রিয় প্রোফাইলের সংখ্যা দাঁড়াবে ৪৯০ কোটি। ছবি: এএফপি।

বর্তমানে ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৩৮ কোটি। প্রতিবছর ১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। কিন্তু একই সঙ্গে মানুষ মারাও যাচ্ছেন। ২১০০ সাল আসার আগেই ১৪০ কোটি মানুষ মারা যাবেন।

Advertisement

হিসেব করে দেখা গিয়েছে, ২০৭০ সালেই ফেসবুকের সক্রিয় (যা মাসে অন্তত একবার ব্যবহার হয়) প্রোফাইল সংখ্যাকে ছাড়িয়ে যাবে নিষ্ক্রিয় প্রোফাইলের সংখ্যা।

২১০০ সালের শেষ পর্যন্ত নিষ্ক্রিয় প্রোফাইলের সংখ্যা দাঁড়াবে ৪৯০ কোটি। যা সেই সময় সক্রিয় প্রোফাইল সংখ্যার থেকে বেশি হবে। সম্প্রতি বিজনেস ইনসাইডার এই তথ্য সামনে এনেছে।

Advertisement

বিজনেস ইনসাইডারেরএই রিপোর্টে বলা হয়েছে, মানব আচরণ এবং সংস্কৃতির বিশাল সংরক্ষণাগার এই ফেসবুক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এর থেকে অনেক বেশি সুবিধা পাবে। বিশেষ করে ইতিহাসবিদরা আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

আরও পড়ুন : ভুয়ো খবর বাসা বাঁধে মনের গভীরে

আরও পড়ুন : প্রতিশ্রুতিই সার, ফেসবুকে ঘুরছে ক্রাইস্টচার্চের ভিডিয়ো

এখন কোনও ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হলে, তার প্রোফাইল মেমোরিয়ালাইজড করে দেয় ফেসবুক। তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব পরিচিতরা সেই প্রোফাইলে গিয়ে স্মৃতি রোমন্থন করেন। ফেসবুক এই বিষয়টিকে আরও সুবিধা জনক করতে একটি নতুন ট্যাব আনছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন