রাজধানী ঢাকায় বাংলাদেশের একদা শাসকদল জাতীয় পার্টির (জাপা) সদর দফতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হল শুক্রবার রাতে। ছবি: সংগৃহীত।
রাজধানী ঢাকায় বাংলাদেশের একদা শাসকদল জাতীয় পার্টির (জাপা) সদর দফতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হল শুক্রবার রাতে। জাতীয় পার্টির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকেরা মিছিল করে এসে হামলা চালিয়েছেন। ঢাকার কাকরাইল এলাকার ওই দফতরে হামলার পরে দু’দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষও হয়।
প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি গত দেড় দশকে জাতীয় সংসদের বিভিন্ন নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে। গত বছরের ৫ অগস্ট জনবিক্ষোভের জেরে হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের সদর দফতরের পাশাপাশি আন্দোলনকারীদের একাংশের রোষ এরশাদের দলের সদর দফতরের উপরেও পড়েছিল। ঘটনাচক্রে, এরশাদের ভাই জিএম কাদের বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান।
বাংলাদেশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক তথা নবগঠিত বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা গত কয়েক মাসে একাধিক বার জাতীয় পার্টিকে ‘জাতীয় বেইমান’ বলে উল্লেখ করেছেন। এ বারের হামলার জন্য কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নেতা রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে দুষেছে জাতীয় পার্টি। তাঁদের অভিযোগ, গত সপ্তাহে দু’দলের কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের লাঠিতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর আহত হয়েছিলেন। তার প্রতিশোধ নিতেই শুক্রবারের হামলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।