(বাঁ দিক থেকে) শাহবাজ় শরিফ, শি জিনপিং এবং মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
ত্রিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করার কথা জানাল চিন, পাকিস্তান আর বাংলাদেশ। বৃহস্পতিবার চিনের কুনমিংয়ে তিন দেশের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন চিনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ।
ত্রিপাক্ষিক বৈঠকটি আয়োজন করার জন্য চিনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। তা ছাড়া বৈঠকে তিন দেশই বাণিজ্যিক সম্পর্ক মজবুত এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করার ডাক দিয়েছে। এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, পাকিস্তান চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে চায়। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলেছে পাকিস্তান।
গত অগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পরেই ঢাকা-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মেলে। গত মার্চ মাসে বেজিং সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। চিনকে বাংলাদেশের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে চিন, পাকিস্তান এবং বাংলাদেশের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।