হস্তমৈথুন ও ভিডিও গেমসের নেশা, লালফৌজ নিয়ে চিন্তায় চিন
বাহিনীর জওয়ানদের মধ্যে হস্তমৈথুন করা ও ভিডিও গেমস দেখার অভ্যাস দৃশ্যতই সংক্রমণের চেহারা নিয়েছে। তাই পিএলএ’তে ঢোকার পর জওয়ানদের একটি বড় অংশই যোগ্যতামানের পরীক্ষার প্রাথমিক হার্ডল পেরোতে গিয়ে আটকে যাচ্ছেন।