নিজস্বী তুলে বরখাস্ত

আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থলে নিজস্বী তোলার অভিযোগে চিনে বরখাস্ত হলেন দমকলের দুই কর্মী। সম্প্রতি এক অগ্নিকাণ্ডে একটি শিশুর খোঁজ না মেলায়, তাকে খুঁজে আনার দায়িত্বে ছিলেন দমকলের দুই কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:৪১
Share:

আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থলে নিজস্বী তোলার অভিযোগে চিনে বরখাস্ত হলেন দমকলের দুই কর্মী।

Advertisement

সম্প্রতি এক অগ্নিকাণ্ডে একটি শিশুর খোঁজ না মেলায়, তাকে খুঁজে আনার দায়িত্বে ছিলেন দমকলের দুই কর্মী। অভিযোগ, ঘটনাস্থলে ঠিক মতো কাজ না করে নিজস্বী তুলতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের তোলা এই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এর পরেই তাঁরা বরখাস্ত হন। নিজস্বী তুলতে গিয়ে অনেকেরই স্থান-কাল-পাত্রের হুঁশ থাকছে না বলে অভিযোগ উঠছে। ২০১৩-এ নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যে নিজস্বী তুলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement