Xi Jinping

পরমাণু অস্ত্রভান্ডারের ‘নিখোঁজ’ সেই প্রধানকে সরিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

গত ২৪ জুলাই ‘নিখোঁজ’ বিদেশমন্ত্রী কিমকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট শি! সেই সঙ্গে পরবর্তী বিদেশমন্ত্রী হিসাবে ওয়াং ই-কে নিয়োগ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেজিং শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ২৩:৫৩
Share:

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। —ফাইল চিত্র।

বিদেশমন্ত্রী কিম গ্যাংয়ের পর এ বার চিনা পরমাণু অস্ত্রভান্ডারের প্রধান তথা পিপলস লিবারেশন আর্মির উপপ্রধান জেনারেল লি ইউচাওকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া এ খবর জানিয়েছে। ইউচাওয়ের স্থানে লালফৌজের উপপ্রধান তথা চিনা পরমাণু অস্ত্রভান্ডারের তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন জেনারেল ওয়াং হাউবিন।

Advertisement

হাউবিনের সহকারী এবং ‘পলিটিক্যাল কমিসার’ পদে শি নিয়ে এসেছেন তাঁর বিশ্বস্ত সেনাকর্তা জ়ু জিশেংকে। ঘটনাচক্রে, কিমের মতোই গত কয়েক মাস ধরে জেনারেল লি ইউচাও ও তাঁর সহযোগী কয়েক মাস ধরে ‘লোকচক্ষুর আড়ালে’ রয়েছেন। এর মধ্যেই তাঁদের অপসারণের ঘোষণা করা হল। এক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদলের ঘটনা বলে একে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ‘নিখোঁজ’ বিদেশমন্ত্রী কিমকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট শি! সেই সঙ্গে পরবর্তী বিদেশমন্ত্রী হিসাবে চিনা পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এ ওয়াং ই-কে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করিয়েছিলেন তিনি। চিনা নৌবাহিনীর প্রাক্তন প্রধান হাউবিন অতীতে পরমাণু অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রক সংস্থা ‘পিএলএ রকে ফোর্স’-এ কাজ করেছেন। অন্য দিকে, জ়ু ছিলেন, চিনা ফৌজের গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চল থিয়েটার কমান্ড-এর প্রধান পদে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন