metro station

দেখে বিশ্বাসই করবেন না, এগুলো আসলে মেট্রো স্টেশন

কোর্ট হাউসের নকশা একেবারে প্রাচীন গুহার মতো।

Advertisement
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৬:৫৩
Share:
০১ ১৩

১১০ কিমি বিস্তৃত এখানকার পাতাল রেলের পথ। সুইডেনের রাজধানী স্টকহোমের পাতাল রেলের স্টেশনগুলির ১০০টির মধ্যে ৯০টিতেই রয়েছে অসাধারণ কিছু নকশা, আঁকা ও ইনস্টলেশন।

০২ ১৩

১৯৫০ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫০জন শিল্পী মিলে এই ভাস্কর্য, অঙ্কণ ও চিত্রকলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন।বিশ্বের দীর্ঘতম আর্ট গ্যালারি অনেক সময় বলা হয় একে। কোনর ম্যাকনেইল এই ছবিগুলি তুলেছেন।

Advertisement
০৩ ১৩

টি সেন্ট্রালেন স্টেশনে চমৎকার আঁকা ধরা পড়েছে শিল্পীর ক্যামেরায়।

০৪ ১৩

ব্লু লাইনের সোলনা সেন্ট্রাম স্টেশনে রয়েছে এমনই চমৎকার আঁকা।

০৫ ১৩

স্টকহোমের টি বানায় কুংস্ট্রাডগার্ডেন মেট্রো স্টেশনের গ্রিন লাইনে রয়েছে এরকমই নকশা।

০৬ ১৩

স্টাডিওন স্টেশনের প্ল্যাটফর্ম এরকমই রামধনুর আকারে সজ্জিত।

০৭ ১৩

স্কার্পন্যাক স্টেশনে গ্রানাইটের আসনগুলি একেবারে নান্দনিক সৌন্দর্যের প্রকাশ।

০৮ ১৩

ইউনিভেরসিতেতেতর সিলিংয়ে পাইপের নকশার ইনস্টলেশন মুগ্ধ করে স্থপতিদের।

০৯ ১৩

আকালা স্টেশনের সিলিংটি সোনালি হলুদ রঙের।

১০ ১৩

তেকনিস্কা হগস্কোলান স্টেশনের চেহারা যেন পাহাড়ের গুহা।

১১ ১৩

সোলনা সেন্ট্রাম টি বানার এসকেলেটরের নকশাও দেখার মতো।

১২ ১৩

তেকনিস্কা থেকে ডোডেকাহেড্রন নকশা চোখে পড়ছে।

১৩ ১৩

কোর্ট হাউসের নকশা একেবারে প্রাচীন গুহার মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement