Communist Party of China

বাণিজ্যচুক্তির পরে এ বার চিনের নজর কোথায়? অক্টোবরে ‘চতুর্থ প্লেনামে’ বড় ঘোষণা জিনপিঙের

আগামী অক্টোবরে একদলীয় চিনের পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এর বিশেষ অধিবেশন বসতে চলেছে। যার পোশাকি নাম ‘চতুর্থ প্লেনাম’। সেখানেই ঘোষিত হবে জিনপিংয়ের নতুন পরিকল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:০৪
Share:

চিনের প্রেসিডেন্ট তথা শাসক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং। —ফাইল চিত্র।

দল এবং সরকারের শীর্ষপদে তৃতীয় বারের জন্য নিজের কর্তৃত্ব নিরঙ্কুশ করেছেন তিন বছর আগেই। চিনের প্রেসিডেন্ট তথা শাসক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং এ বার আগামী পাঁচ বছরের ‘অগ্রগতির রূপরেখা’ ঘোষণা করতে চলেছেন।

Advertisement

আগামী অক্টোবরে একদলীয় চিনের পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এর বিশেষ অধিবেশন বসতে চলেছে। যার পোশাকি নাম ‘চতুর্থ প্লেনাম’। তার আগে চিনা কমিউনিস্ট পার্টির ২৪ সদস্যের পলিটব্যুরো থেকে পর্যায়ক্রমে এ সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে বলে সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে। বুধবারই শেষ হয়েছে পলিটব্যুরোর বৈঠক। এর পরে কমিউনিস্ট পার্টির ৪০০ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে জিনপিংয়ের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি।

কী সেই পরিকল্পনা? শিনহুয়ার ইঙ্গিত, আগামী পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-৩১) নিয়ে বিস্তারিত আলোচনা, আর্থিক উন্নয়ন এবং বিদেশ সংক্রান্ত পদক্ষেপ রয়েছে এই তালিকায়। রয়েছে, উন্নততর প্রযুক্তির সাহায্যে পণ্য উৎপাদনের লক্ষ্যে ‘মেড ইন চায়না ২০২৫’ পরিকল্পনা। প্রেসিডেন্ট জিনপিং ব্যক্তিগত ভাবে তার খসড়া রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে সরকারি সংবাদমাধ্যমটির দাবি। ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে শুল্কযুদ্ধের শেষে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করার পরে দ্রুত আন্তর্জাতিক বাজারে অংশীদারি বাড়াতে সক্রিয় হয়েছে বেজিং। আর সেই লক্ষ্যপূরণের রূপরেখা তৈরি হবে ‘চতুর্থ প্লেনামে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement