Coronavirus

করোনায় এক দিনে সর্বাধিক মৃত আমেরিকা, স্পেন ও ইংল্যান্ডে, বিশ্বে প্রায় ৪৯ হাজার মৃত্যু

সারা বিশ্বে ৪৭ হাজার ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা। আক্রান্ত হয়েছেন ৯ লক্ষেরও বেশি মানুষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১৩:৩১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

করোনা যেন অভিশাপ। সংক্রমণে লাগাম তো দূর অস্ত, যত দিন গড়াচ্ছে ততই বা়ডছে মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যায় বুধবার নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল আমেরিকা, স্পেন ও ইংল্যান্ড। ওই তিনটি দেশেই ওই দিন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পৃথিবী জুড়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৯ লক্ষেরও বেশি মানুষ।

Advertisement

বুধবার আমেরিকাতেই মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। সব মিলিয়ে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার। ভয়াবহ পরিস্থিতি স্পেনেরও। সেখানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৪ জন মানুষের। সে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ হাজারের বেশি মানুষের। ইংল্যান্ডে এক দিনে মারা গিয়েছেন ৫৬৩ জন। সেখানে মোট দু’হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন এ পর্যন্ত। দেশের পরিস্থিতি দেখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেই ফেলেছেন, ‘‘দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা।’’ বরিস নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি ও ফ্রান্সেও। দুনিয়া জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ মানুষকে করোনার কবল থেকে মুক্ত করেছেন চিকিৎসকরা।

Advertisement

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ৫০ জনের​

গ্রাফিক: শৌভিক দেবনাথ

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন