বিদেশে ক্ষোভ বাঙালির
Coronavirus

উদ্ধার-উড়ান থেকে ফের বঞ্চিত কলকাতা

কলকাতায় আসার উড়ান নেই কেন? বিমান মন্ত্রকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রশ্নের সদুত্তর মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৩:৫০
Share:

ছবি সংগৃহীত

প্রথম দফায় কলকাতা তো ছিলই না। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী বুধবার দ্বিতীয় দফায় উদ্ধারকারী উড়ানের যে-তালিকা প্রকাশ করলেন, তাতেও বিদেশ থেকে কলকাতায় আসার কোনও উড়ান নেই। বিমানমন্ত্রী এ দিন টুইট করে জানান, ১৬ থেকে ২২ মে দ্বিতীয় দফায় শতাধিক উদ্ধারকারী উড়ান চালানো হবে। প্রথম দফায় ১২টি দেশ থেকে অন্তত ১৫ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হচ্ছে। দ্বিতীয় দফায় ৩২টি দেশ থেকে আনা হবে ২৫ হাজার ভারতীয়কে।

Advertisement

কলকাতায় আসার উড়ান নেই কেন? বিমান মন্ত্রকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রশ্নের সদুত্তর মেলেনি। ৭ থেকে ১৩ মে প্রথম দফায় বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য উদ্ধারকারী উড়ানের যে-তালিকা তৈরি করা হয়েছিল, তাতেও নাম ছিল না কলকাতার। কয়েক দিন আগেই রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা বঙ্গবাসীকে নিভৃতবাসে রাখার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। আশা করা হয়েছিল, তার পরে অন্তত দ্বিতীয় তালিকায় কলকাতার নাম থাকবে। কিন্তু এই মহানগর ফের বঞ্চিত।

এ দিন বিমানমন্ত্রীর টুইটে তালিকা প্রকাশের পরে বিদেশে আটকে পড়া বাঙালিরা ক্ষোভ উগরে দিয়েছেন। মার্চে বাংলাদেশে কাজে গিয়ে আটকে পড়েছেন বেলেঘাটার বাসিন্দা শঙ্খজিৎ বিশ্বাস। তিনি ফোনে বলেন, “বাংলাদেশে ভারতীয় দূতাবাসে নাম লিখিয়েছি। মোবাইলে একটি গ্রুপ খোলা হয়েছে। সেখানে আটকে পড়া ২২০০ ভারতীয়ের নাম রয়েছে। তার ৬০ শতাংশই বঙ্গের বাসিন্দা। অথচ ঢাকা থেকে কলকাতায় কোনও উদ্ধারকারী উড়ান নেই। কেন?”

Advertisement

তালিকায় বাংলাদেশ ও নেপালের নাম আছে। ঢাকা থেকে উদ্ধারকারী বিমান গিয়ে নামবে শ্রীনগরে। পড়শি রাজ্য ওড়িশার ভুবনেশ্বরেও দ্বিতীয় দফায় দুবাই ও আমেরিকা থেকে উদ্ধারকারী উড়ান আসবে। গয়া, অমৃতসর, বিজয়ওয়াড়া, বারাণসীতেও উদ্ধারকারী বিমান নামবে। প্রথম দফায় মূলত আমেরিকা, ইংল্যান্ড এবং পশ্চিম এশিয়ার দেশে আটকে পড়া ভারতীয়দের আনা হয়েছিল। এ বারের তালিকায় কানাডা, বেলারুস, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া-সহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে।

আরও পড়ুন: প্রতিষেধক যদি কোনও ভাবেই না পাওয়া যায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement