US

রবিবার কাজ করতে বলার শাস্তি, ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হল কর্তৃপক্ষকে!

হাইতির অভিবাসী মেরি জেন পিয়ের। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির একটি বিলাসবহুল হোটেলে বাসন ধোয়ার কাজ করছেন তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু সেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেই এ বার প্রায় ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে চলেছেন তিনি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৩:২৩
Share:

মেরি জেন পিয়ের। ছবি: টুইটার

হাইতির অভিবাসী মেরি জেন পিয়ের। মার্কিন যুক্তরাষ্ট্রেমায়ামির একটি বিলাসবহুল হোটেলে বাসন ধোয়ার কাজ করছেন তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু সেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেই এ বার প্রায় ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে চলেছেন তিনি! কিন্তু হঠাৎ কী কারণে এই বিপুল ক্ষতিপূরণ দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে?

Advertisement

জানা যাচ্ছে যে, রবিবার করে মেরিকে কাজ করতে জোর করাতেই শাস্তি স্বরূপ এই ক্ষতিপূরণ দিতে হবে ওই হোটেল কর্তৃপক্ষকে। মেরি জানিয়েছেন যে, ২০০৬ সালে এই হোটেলে কাজে যোগ দেওয়ার সময়েই তিনি জানিয়েছিলেন যে রবিবার করে চার্চে তাঁর বিশেষ প্রার্থনা থাকে। তাই তাঁর পক্ষে কিছুতেই রবিবার কাজ করা সম্ভব নয়। ২০১৫ অবধি হোটেল কর্তৃপক্ষ তাঁর এই কথা মেনে নিয়েছিলেন। কিন্তু বিবাদ লাগে তার পরেই। হোটেল কর্তৃপক্ষ রবিবারেই কাজ করবার জন্য জোর করতে থাকে মেরিকে। বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। বরং কর্তৃপক্ষ মেরিকে বলেন অন্যান্য সহকর্মীদেরকে অনুরোধ করতে যাতে রবিবার তাঁকে ছুটি নেওয়ার সুবিধা তাঁরা করে দেন।

কিন্তু পরিস্থিতি হঠাৎই খারাপ হয় ২০১৬ সালের মার্চ মাসে হঠাত মেরিকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হলে। তার পরেই আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা। এর পরেই গত সোমবার সেই মামলার রায়ে আদালত দোষী সাব্যস্ত করে ওই হোটেল কর্তৃপক্ষকে। মেরির কাজের পাওনা ও মানসিক দ্বন্দ্বের ক্ষতিপূরণ হিসেবে মোট ২১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে বলা হয় সেই হোটেল কর্তৃপক্ষকে। যদিও এই রায়ে তাঁরা খুশি নন বলে জানানো হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফে।

Advertisement

আরও পড়ুন: নদীতে ভাসমান ওটা কী? তোলপাড় নেট দুনিয়া

আরও পড়ুন: ৯/১১-য় রক্ষা, প্রাণ কাড়ল কেনিয়ার হানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement