Viral

Viral: অবাক করা গরু! উচ্চতা ২০ ইঞ্চি, লম্বায় ২৭ ইঞ্চি, বাংলাদেশের রানি যখন নজরে

তার দেখভাল করা হয় সারাদিন। মাঠে চরে বেড়িয়ে পা ময়লা হলে পা ধুয়ে দেওয়া হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৮:৩১
Share:

ছবি: ফেসবুক

২০ ইঞ্চির গরু! লম্বায় ২৭ ইঞ্চি। ওজন ২৬ কেজি। ঢাকার অদূরে আশুলিয়া শহরের একটি খামারে পালিত হচ্ছে এমন এক খর্বকায় গরু। নাম রানি।

Advertisement

যার চেহারার জন্য নাম উঠে পারে গিনিজ বুকেও। আর এই বিশেষ আকৃতির কারণেই বক্সার ভুট্টি জাতের এই গরুটির আদর যত্নের কোনও খামতি নেই খামারে।

আছে আলাদা থাকার জায়গা। আকারে ছোট, তাই খাবারও কম খায় সে। তার খাবার জায়গাও রয়েছে আলাদা। আলাদা লোক থাকে রানির জন্য।

Advertisement

তাকে দেখভাল করা হয় সারাদিন। মাঠে চরে বেড়িয়ে পা ময়লা হলে পা ধুয়ে দেওয়া হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে। যে খামারে রানি রয়েছে, তার মালিক মহম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, দু’বছর আগে নওগাঁয় এই গরুটির সন্ধান পান। তখন থেকে এটি কিনতে চাইছিলেন তিনি।

১১ মাস আগে রানির আগের মালিক বাবুর কাছ থেকে গরুটিকে কিনে খামারে আনেন সুফিয়ান। ইতিমধ্যে রানির জন্য বিশ্বের সবচেয়ে ছোট গরুর তকমা পেতে গিনেজ বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন সুফিয়ান।

বর্তমানে রেকর্ড অনুসারে সবচেয়ে ছোট গরুটি ২৪ ইঞ্চির, ওজন ৪০ কেজি। যদি সব পরীক্ষায় পাশ করতে পারে রানি, তাহলে এবার ক্ষুদ্রতম গরুর তকমা পাবে বাংলাদেশের গরুটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন