পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির। —ফাইল চিত্র।
পাকিস্তানের সেনা সদর দফতরেই কন্যার বিয়ে দিয়েছেন সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির? কয়েকটি রিপোর্টে তেমনটাই দাবি করা হচ্ছে। দাবি, রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতরে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের আসর বসেছিল। মুনির কন্যার বিয়ে দিয়েছেন নিজের ভাইপোর সঙ্গে। অন্তত ৪০০ জন সেখানে আমন্ত্রিত ছিলেন। তবে গোটা বিষয়টি গোপনে রাখা হয়েছে। কোনও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। আনুষ্ঠানিক ভাবেও পরিবারের তরফে কিছু জানানো হয়নি।
মুনিরের চার কন্যার মধ্যে তৃতীয় জনের নাম মাহনুর। তাঁরই বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাত্র মাহনুরের খুড়তুতো দাদা ক্যাপ্টেন আব্দুল রহমান। তিনি একসময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। পরে সিভিল সার্ভিসেসে যোগ দেন। বর্তমানে তিনি সহকারী কমিশনার পদে কর্মরত। সম্প্রতি পাকিস্তানের এক সাংবাদিক জ়াহিদ গিসকোরি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানেই মুনির-কন্যার বিয়ে সংক্রান্ত দাবি করেন। কিন্তু পরে সেই ভিডিয়ো তিনি তুলে নিয়েছেন। বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। ফলে আদৌ বিয়ে হয়েছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পাক সাংবাদিক দাবি করেছিলেন, মুনিরের কন্যার বিয়েতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি-সহ একাধিক নেতামন্ত্রী এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা আমন্ত্রিত ছিলেন। ছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্তারা। এ ছাড়াও, অনেক প্রাক্তন ও অবসরপ্রাপ্ত সেনাকর্তারা বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন বলে দাবি করেন ওই সাংবাদিক। তবে বিবাহ ঘিরে কেন গোপনীয়তা, তা এখনও স্পষ্ট নয়।