board of Peace

ট্রাম্পের শান্তি বোর্ডে পাকিস্তান, প্যাঁচে দিল্লি

পাক বিদেশ দফতর জানিয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগকে সমর্থন জানাতেই তাদের এই সিদ্ধান্ত। গাজ়ায় স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং প্যালেস্টাইনবাসীর জন্য সহায়তা বৃদ্ধির ব্যাপারে আশা প্রকাশ করেছে ইসলামাবাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:৫২
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে ভারত যে যথেষ্ট টানাপড়েনের মধ্যে রয়েছে তা ক্রমশই প্রকাশ্যে চলে আসছে। এক দিকে এই বোর্ডে যোগ দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে এখনও সম্মতি জানায়নি মোদী সরকার। অথচ ভারত দ্বিধায় থাকলেও পাকিস্তান সেখানে সটান ঢুকে পড়েছে।

পাক বিদেশ দফতর জানিয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগকে সমর্থন জানাতেই তাদের এই সিদ্ধান্ত। গাজ়ায় স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং প্যালেস্টাইনবাসীর জন্য সহায়তা বৃদ্ধির ব্যাপারে আশা প্রকাশ করেছে ইসলামাবাদ।

অন্য দিকে গত কাল গভীর রাতে (ভারতীয় সময়ে) পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রকাশ্য আলোচনায় ভারত প্রশংসা করেছে আমেরিকার উদ্যোগের। স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, “গাজ়া সংঘাত দমনে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়িত করতে যে অগ্রগতি হচ্ছে, তার দিকে আমরা নজর রাখছি। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত সাধুবাদ জানাচ্ছে আমেরিকার ভূমিকাকে। এই দীর্ঘমেয়াদি সঙ্কট সমাধানে তাদের ভূমিকা প্রশংসাযোগ্য।”

সম্প্রতি দাভোসে ‘ওয়র্ল্ড ইকোনমিক ফোরাম’-এর বৈঠকের ফাঁকে এই বোর্ডের সূচনা হলেও, তাতে যোগ দেয়নি ভারত। আমেরিকা ছাড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোনও স্থায়ী সদস্য বা জি-৭ গোষ্ঠীর কোনও দেশই এই বোর্ডে নাম লেখায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, বোর্ডের কাঠামো ও দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে দিল্লির একাধিক উদ্বেগ রয়েছে। যদিও এই বিষয়ে রাশিয়া, ফ্রান্স-সহ গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রগুলির অবস্থানের উপর নজর রাখছে ভারত। এর মধ্যে পাকিস্তান ঢুকে যাওয়ায় ভারতের পক্ষে বিষয়টি আরও কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে। ভারতের মতো যে দেশগুলি আমন্ত্রণ পেয়েছে কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি, তার মধ্যে অন্যতম ব্রিটেন। এই তালিকায় রয়েছে চিন, ক্রোয়েশিয়া, রাশিয়া, ইটালি, জার্মানি, প্যারাগুয়ে, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, তুরস্ক, ইউক্রেন। ফ্রান্স, সুইডেন এবং নরওয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগদানের প্রস্তাব খারিজ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন