Zoo in Denmark

‘স্বাস্থ্যবান পোষ্য থাকলে আমাদের দিন’! আবাসিকদের পেট ভরাতে অনুদান চাইছে ডেনমার্কের চিড়িয়াখানা

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, কষ্ট দিয়ে মারা হবে না পোষ্যকে। প্রশিক্ষিত কর্মীরা ‘নম্র ভাবে হত্যা’ (ইউথেনাইজ) করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৮:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির পোষ্যকে চিড়িয়াখানায় দিয়ে যেতে বললেন কর্তৃপক্ষ। সেখানে তাদের খাঁচায় ভরে রাখা হবে না। বরং খাঁচাবন্দি পশুদের খেতে দেওয়া হবে। এ হেন বিজ্ঞাপন দিয়েছে ডেনমার্কের আলবর্গ চিড়িয়াখানা। কী কী পোষ্যকে দান করা যাবে, তার তালিকাও দিয়েছে তারা। সেই সঙ্গে আশ্বাস দিয়েছে, কষ্ট দিয়ে মারা হবে না পোষ্যকে। প্রশিক্ষিত কর্মীরা তাদের ‘নম্র ভাবে হত্যা’ (ইউথেনাইজ)’ করবে। সমাজমাধ্যমে এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা।

Advertisement

ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘আপনার কাছে যদি কোনও স্বাস্থ্যবান পোষ্য থাকে, যাকে কোনও কারণে ত্যাগ করতে চান, তা হলে আমাদের দান করুন।’’ কর্তৃপক্ষের তরফে এ-ও জানানো হয়েছে যে, ‘পশুকল্যাণ এবং পেশাগত সততা’-র কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। কী কী পশু দান করা যাবে, তা-ও জানানো হয়েছে। তালিকায় রয়েছে গিনিপিগ, মুরগি, খরগোশ, এমনকি ঘোড়াও চলতে পারে।

চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, এই পশুদের ‘নম্র ভাবে হত্যা’ করা হবে। তার পরে খাওয়ানো হবে চিড়িয়াখানার আবাসিকদের। তারা বিজ্ঞাপনে জানিয়েছে, ‘‘কিছুই ফেলা যাবে না।’’ চিড়িয়াখানার আবাসিকদের স্বাস্থ্যরক্ষার আশ্বাসও দিয়েছেন কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে বিজ্ঞাপনে। কর্তৃপক্ষকে এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement